For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামপন্থী সোমনাথের প্রয়াণে পাশে মমতা, ‘বিভেদে’র দেওয়াল ভেঙে কাঁধে নিলেন ‘দায়িত্ব’

বামপন্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শেষকৃত্যে দায়িত্বভার নিজের কাঁধেই তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর চটজলদি ছুটে যান বেলভিউ নার্সিংহোমে।

Google Oneindia Bengali News

বামপন্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শেষকৃত্যে দায়িত্বভার নিজের কাঁধেই তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর চটজলদি ছুটে গিয়েছিলেন বেলভিউ নার্সিংহোমে। তারপর নিজেই ঘোষণা করলেন, সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ কোথায় যাবে, কীভাবে হবে শেষ শ্রদ্ধা নিবেদন।

বামপন্থী সোমনাথের প্রয়াণে পাশে মমতা, ‘বিভেদে’র দেওয়াল ভেঙে কাঁধে নিলেন ‘দায়িত্ব’

মমতা জানান, হাসপাতাল থেকে বের হওয়ার পর প্রথমেই হাইকোর্টে যাবে সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন আইনজীবী-বিচারপতিরা। এরপর তাঁর দেহ আনা হবে বিধানসভায়। সেখানে তাঁকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হবে। দলমত নির্বিশেষে বিধায়করা তাঁকে শেষ নিবেদন করবেন।

এরপর সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বসন্ত রায় রোডের বাড়িতে। সেখনা তাঁর দেহ শায়িত থাকবে। শ্রদ্ধা জানাবেন তাঁর গুণমুগ্ধরা, অনুগামীরা। এরপর পরিবারের সিদ্ধান্তমতোই তাঁর শেষকৃত্য হবে। তিনি দেহদান করে রেখেছিলেন। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে দেহদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

[আরও পড়ুন: 'অপরাজেয়' সোমনাথ একবারই হেরেছিলেন মমতার কাছে, এবার হারলেন জীবন-যুদ্ধে][আরও পড়ুন: 'অপরাজেয়' সোমনাথ একবারই হেরেছিলেন মমতার কাছে, এবার হারলেন জীবন-যুদ্ধে]

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শ্রদ্ধা জানান প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে। তিনি লেখেন-রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল সোমনাথদার প্রয়াণে। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তাঁর আত্মীয়-পরিজন ও অনুগামীদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তারপরই হাসপাতালে এসে সোমনাথের পরিবারের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সোমনাথের প্রয়াণে শোকপ্রকাশ মমতার ][আরও পড়ুন: রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সোমনাথের প্রয়াণে শোকপ্রকাশ মমতার ]

English summary
CM Mamata Banerjee announces last rites of Somnath Chatterjee. Mamata banerjee stands the family of Somnath Chatterjee and expresses condolence,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X