সন্ময় ইস্যুতে পুলিশি বাড়াবাড়িতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! পর পর দুই পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ
কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপর থার্ড ডিগ্রি প্রয়োগের অভিযোগ। খড়দহ থানার আইসির পর এবার পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হল। সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছিল সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। ছাড়া পাওয়া পর সন্ময় বন্দ্যোপাধ্যায় খড়দহ থানার পাশাপাশি পুরুলিয়াতেও তাঁর ওপর থার্ড ডিগ্রি প্রয়োগের অভিযোগ করেন। বেশ কিছু মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। কথা কানে যায় মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, মামলাটি পুলিশ যেভাবে পরিচালনা করেছে, তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

প্রথমেই বদলি করে দেওয়া হয় খড়দহ থানার আইসি অনিমেষ সিনহা রায়কে। পরে বদলি করা হয় আইপিএস চন্দ্রশেখর বর্ধনকে। এই দুই আধিকারিকের জায়গায় নিযুক্ত হওয়া আধিকারিকরা হলেন যথাক্রমে সুজিত ভট্টাচার্য এবং পিনাকি দত্ত।

কংগ্রেস নেতা তথা পানিহাটি পুরসভার চারবারের কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য করার। পাশাপাশি তিনি পুরনো বন্ধু বর্তমানে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোলা চিঠি লিখেছিলেন। এর জেরেই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুরুলিয়া পাঠিয়ে দেওয়া হয়।
প্রশাসনে এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। সন্ময় বন্দ্যোপাধ্যায় জামিনে ছাড়া পাওয়ার পর পুলিশের বিরুদ্ধে থার্ড ডিগ্রি প্রয়োগের অভিযোগ তোলেন।
উপনির্বাচনের ফল : অরুণাচলে খুন হওয়া এনপিপি নেতার স্ত্রী জয়ী