For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু, মুখ্যমন্ত্রীর এলাকাতেই আক্রান্ত ২২ জন

শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু, মুখ্যমন্ত্রীর এলাকাতেই আক্রান্ত ২২ জন

Google Oneindia Bengali News

শহরে ফের ডেঙ্গির থাবা। এবার একেবারে মুখ্যমন্ত্রীর এলাকায় ছড়িয়েছে ডেঙ্গি সংক্রমণ। কালীঘাটে এক কিশোর মারা গিয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। একই এলাকায় আরো ২২ জন ডেঙ্গিতে আক্রান্ত। একটি বেসরকারি হাসপাতালে মারা যায় অষ্টম শ্রেণির ছাত্র। পাঁচদিন ধরে জ্বর থাকার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই আজ সকালে মারা যায় কিশোর।

শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু, মুখ্যমন্ত্রীর এলাকাতেই আক্রান্ত ২২ জন

কালীঘটের ৮৩ নম্বর ওয়ার্ডর বসিন্দা বিশাখ মুখোপাধ্যায়। সেইন্ট হেলেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। খোঁজ খবর করতে জানা গিয়েছে সেই একই এলাকায় আরো ২২ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতা তৈরি করতে শুরু করেছিল সব পুরসভাই। হঠাৎ করে কালীঘাটে একেবারে মুখ্যমন্ত্রীর এলাকায় এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় উদ্বেগ বেড়েছে।

এলাকার কাউন্সিলর জানিয়েছেন ২২ জন ডেঙ্গিতে আক্রান্ত এখন অনেকটাই সুস্থ রয়েছেন। এলাকাটি ঘিঞ্জি এবং ঘনবসতিপূর্ণ। তার মধ্যে অনেকেই জল জমিয়ে রাখছেন বলে অভিযোগ করেছেন। এলাকাবাসীর মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে দাবি কাউন্সিলরের। এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ পুরকর্মীরা এলেও সেভাবে পরিচ্ছন্নতার কাজ হয়ন না। সন্ধে নামতে না নামতেই মশার দাপট বাড়ে।

হঠাৎ করে শহরে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে। বর্ষা পড়ার পর থেকেই শহরে ডেঙ্গি সচেতনতার প্রচারে তৎপর হয়েছে পুরসভা গুলি। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তারপরে একই এলাকায় এই ভাবে ২২ জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মেলায় নতুন করে উদ্বেগ বেড়েছে। তার উপরে ৮ বছরের কিশোরের মৃত্যু আরো আতঙ্ক বাড়িয়েছে।

English summary
a teenage boy died in Dengue in Kalighat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X