For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে মুকুল ঘনিষ্ঠ, ঋতব্রত-কাণ্ডে এবার নিজাম প্যালেসে গিয়ে জেরা করবে সিআইডি

ঋতব্রতকাণ্ডে সিআইডি-র বার্তা পেয়েই মেল করেছেন অর্চনাদেবী। তিনি ই-মেল করে উত্তর দিয়েছেন, বৃহস্পতিবার তিনি উপস্থিত থাকবেন, তিনি সিআইডি-র মুখোমুখি হতেও প্রস্তুত।

  • |
Google Oneindia Bengali News

ঋতব্রত-কাণ্ডে মুকুল ঘনিষ্ঠ চিকিৎসক অর্চনা মজুমদারকে জেরা করবে সিআইডি। আগেই তাঁকে নোটিশ পাঠিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। আর দেরি না করে সিআইডি তাঁকে বৃহস্পতিবারই জেরা করতে চাইছে। অর্চনাদেবী সিআইডি-র বার্তা পেয়েই মেল করেছেন। তিনি ই-মেল করে উত্তর দিয়েছেন, বৃহস্পতিবার তিনি উপস্থিত থাকবেন, তিনি সিআইডি-র মুখোমুখি হতেও প্রস্তুত।

ঋতব্রত-কাণ্ডে নিজাম প্যালেসে গিয়ে জেরা

সেইমতোই সিআইডি সিদ্ধান্ত নিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নিজাম প্যালেসে গিয়ে মুকুল রায় ঘনিষ্ঠ ওই চিকিৎসককে জেরা করা হবে। সেজন্য প্রশ্নমালাও প্রস্তুত করে ফেলেছে সিআইডি। তাঁরা অর্চনাদেবীর কাছে জানতে চাইবে, নম্রতা দত্তের সঙ্গে তাঁর যোগাযোগ কীভাবে। তিনি কার পরামর্শে নম্রতা দত্তের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কেনই-বা তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নিতে নম্রতাকে চাপ দিয়েছিলেন।

উল্লেখ্য, মুকুল রায়ের ঘনিষ্ঠ ডা. অর্চনা মজুমদার ফোন করে এবং এসএমএস করে অভিযোগকারী নম্রতা দত্তকে বারবার ঋতব্রতর বিরুদ্ধে করা যাবতীয় অভিযোগ তুলে নিতে অনুরোধ করেন বলে অভিযোগ। সেইমতোই নম্রতা দত্ত তদন্তকারীদের কাছে নালিশ করেন অর্চনা দেবীর নামে। এমনকী এই ঘটনায় মুকুল রায়ের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঋতব্রত-কাণ্ডে নিজাম প্যালেসে গিয়ে জেরা

সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পরই সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসে। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তরুণী নম্রতা দত্তকে দিল্লির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একাধিকবার নম্রতার সঙ্গে ঋতব্রত সহবাস করেন বলে অভিযোগ। কিন্তু পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করতেই প্রশাসনের দ্বারস্থ হন নম্রতা।

সাংসদ ঋতব্রত-র বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগের তদন্তে নেমে সিআইডি অভিযুক্ত সাংসদকে নোটিশ পাঠায়। দুবার নোটিশ পাঠানোর পর সিআইডি-র কাছে ১৫ দিন সময় চান ঋতব্রত। এরপর এই ঘটনায় প্রকাশ্য আসে অর্চনাদেবীর নাম। অভিযোগ, তিনি ঋতব্রতর হয়ে ওকালতি করতে আসরে নামেন। অর্চনাদেবী সমস্ত মামলা তুলে নিতে অনুরোধ করেন বলেন অভিযোগ।

নজরে মুকুল ঘনিষ্ঠ

এরপর অর্চনা মজুমদারকেও নোটিশ পাঠায় সিআইডি। কিন্তু এতদিন ব্যস্ত থাকার কথা বলে তিনি সিআইডি জেরা এড়িয়ে গিয়েছিলেন। এবার সিআইডির কাছ থেকে বার্তা পেয়ে মেল করে জানান, তিনি সময় দিতে পারবেন বৃহস্পতিবার। সেইমতোই সিআইডি তাঁকে জেরা করতে আসছে নিজাম প্যালেসে। এখন দেখার সিআইডি জেরায় তিনি কি যুক্তি তুলে ধরেন। ঋতব্রত-কাণ্ডের তদন্ত কোনদিকে গড়ায়।

English summary
CID will cross-examine against Archana Majumder in rape case of MP Ritabrata Banerjee. Archana Majumder replies through mail.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X