For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা পাচার তদন্তে সক্রিয় সিআইডি, ভবানীভবনে তলব করা হল ১০ পুলিশ আধিকারিককে

কয়লা পাচার (Coal Smuggling) নিয়ে এবার তদন্ত তদন্ত শুরু করল সিআইডি (CID) । ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে খনি অঞ্চলে দায়িত্বে থাকা ১০ পুলিশ আধিকারিককে (Police Official) ভবানীভবনে (Bhawani Bhawan) তলব করা হয়েছে। সূত্রের খবর অ

  • |
Google Oneindia Bengali News

কয়লা পাচার (Coal Smuggling) তদন্তে ফের সক্রিয় সিআইডি (CID)। ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে খনি অঞ্চলে দায়িত্বে থাকা ১০ পুলিশ আধিকারিককে (Police Official) ভবানীভবনে (Bhawani Bhawan) তলব করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এদিন থেকেই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হচ্ছে। অর্থাৎ ভবানীভবনে এদিন থেকে গাজিরা দিতে শুরু করবেন পুলিশ আধিকারিকরা।

আগেই তদন্ত শুরু করেছে সিআইডি

আগেই তদন্ত শুরু করেছে সিআইডি

রাজ্যে কয়লা পাচার নিয়ে আগেই তদন্ত শুরু করেছিল সিআইডি। রাজ্য থেকে আব্দুল বারিক বিশ্বাস-সহ ভিন রাজ্যের এক ব্যবসায়ীকেও এই মামলায় গ্রেফতার করেছিল সিআইডি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেয়েছে সিআইডি। এছাড়াও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ রয়েছে। তার ওপরে ভিত্তি করেই তদন্তের পরবর্তী ধাপে এগোতে চায় সিবিআই, এমনটাই সূত্রের খবর।

আতস কাঁচের তলায় রাজ্য পুলিশের ভূমিকা

আতস কাঁচের তলায় রাজ্য পুলিশের ভূমিকা

রাজ্যের মধ্যে দিয়ে কয়লা পাচারের অভিযোগ উঠছে, আর পুলিশ কিছু জানে না তা তো হতে পারে না। সেই কারণে কয়লা খনি রয়েছে, যে সব জেলায় সেই সব জেলার কাজ করা পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান সিআইডির গোয়েন্দারা।
জানা গিয়েছে, যে ১০ জনকে সিআইডি তলব করেছে তার মধ্যে রয়েছেন আসানসোলের খনি এলাকার তিন থানায় ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টররা।

তিনদিন ধরে চলবে জেরার পর্ব

তিনদিন ধরে চলবে জেরার পর্ব

এদিন দুপুর থেকে জেরা পর্ব শুরু হচ্ছে। যা পরপর তিন দিন ধরে চলবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এদিন মোট তিনজন পুলিশ আধিকারিককে জলব করা হয়েছে। শুক্রবার তলব করা হয়েছে তিনজনকে। আর শনিবার তলব করা হয়েছে চারজনকে। দুর্নীতির অভিযোগ ওঠায় রাজ্য পুলিশের ৮ আইপিএসকে দিল্লিতে তলব করা হয়েছে। এদিন হাজিরা দিচ্ছেন এক আইপিএস। সেই পরিস্থিতিতে রাজ্যের তদন্তকারী সংস্থা রাজ্য পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে চায়।

সম্পত্তির খতিয়ান জানাতে নির্দেশ

সম্পত্তির খতিয়ান জানাতে নির্দেশ

এসএসসি দুর্নীতি, কয়লা ও গরু পাচারে জড়িয়ে সরকারি দলের নেতা কর্মীরা এবং এক শ্রেণির সরকারি আধিকারিকরা বিপুল সম্পত্তির অধিকারী বলে অভিযোগ বিরোধীদের। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এনিয়ে তদন্ত করছে। সাম্প্রতিক সময়ে নবান্নের তরফে সরকারি আধিকারিকদের প্রতি নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাঁদেরকে সম্পত্তির খতিয়ান দিতে হবে। তাঁদের ঠিক সম্পত্তির পরিমাণ কতটা তা জানাতে হবে সরকারকে। সরকারি নিয়মে প্রত্যেক আর্থিক বছরের শেষে সরকারি কর্মীদের সম্পত্তির খতিয়ান দিতে হয়। বাড়িতে নতুন কিছু কিনলে কিংবা বেড়াতে গেলেও তা সরকারকে জানাতে হয়। সেই দিক থেকে এদিন সিআইডির শুরু করা তদন্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।

হাথরাস কাণ্ডে UAPA ধারায় বন্দি কেরলের সাংবাদিক! জামিনের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টেহাথরাস কাণ্ডে UAPA ধারায় বন্দি কেরলের সাংবাদিক! জামিনের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে

(ছবি সৌজন্য: টুইটার)

English summary
CID summons 10 police officers at Bhabani Bhawan in coal smuggling case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X