For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপাকে পড়তে চলেছেন ভারতী! এই সপ্তাহেই সিআইডির এই পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিন পর ফের শিরোনামে আসতে চলেছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ঘাটাল আদালতে এই সপ্তাহেই ভারতী ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিআইডি। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের সময় থেকেই নিখোঁজ রয়েছে ভারতী ঘোষ। একাধিকবার অডিও বার্তাও দিয়েছিলেন তিনি।

বিপাকে পড়তে চলেছেন ভারতী! এই সপ্তাহেই সিআইডির এই পদক্ষেপ

এবার প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিআইডি। সিআইডি সূত্রে খবর, ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হবে। একইসঙ্গে ভারতী ঘনিষ্ট ৮ জনের নাম থাকতে চলেছে এই চার্জশিটে।

পশ্চিম মেদিনীপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর দায়ের করা প্রতারণা মামলার জেরে ভারতী ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। জেলা কলকাতা মিলিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিআইডি। উদ্ধার হয় নগদ, সোনা ফ্ল্যাট মিলিয়ে বহু কোটির সম্পত্তি উদ্ধার করা হয়।

ভারতী ঘোষকে গ্রেফতার করতে না পারলেও, ভারতী ঘোষ ঘনিষ্ঠ একাধিক পুলিশ কর্মীকে গ্রেফতার করে সিআইডি। এবার সেই মামলারই চার্জশিট পেশ করচে চলেছে সিআইডি।

এর আগে বারবারই ভারতী ঘোষ অভিযোগ করেছেন, তাঁকে হেনস্থা করা হচ্ছে। তাঁর এই হেনস্থা কাণ্ডের পিছনে রয়েছেন পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনও দাবি করেছেন প্রাক্তন এই আইপিএস।

পুলিশ অফিসারদেরও ভয় দেখিয়ে বিবৃতি দেওয়ানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ভারতী ঘোষ। যদিও এই অভিযোগ অস্বীকার করে সিআইডি।

English summary
CID is going to submit Chargesheet against EX IPS Bharati Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X