For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পলাতক হওয়ায় তদন্তে 'বাধা'! ভারতী ঘোষকে নিয়ে 'নতুন ইঙ্গিত' সরকারের

ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও চার্জশিট পেশ করতে পারল না সিআইডি। সূত্রের খবর অনুযাযী, তাঁর বিরুদ্ধে দাখিল হওয়া তিনটি মামলার মধ্যে একটির সময়সীমা ৯০ দিন পেরিয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও চার্জশিট পেশ করতে পারল না সিআইডি। সূত্রের খবর অনুযাযী, তাঁর বিরুদ্ধে দাখিল হওয়া তিনটি মামলার মধ্যে একটির সময়সীমা ৯০ দিন পেরিয়ে গিয়েছে। বাকি দুটির ক্ষেত্রে দিন কয়েক বাকি রয়েছে।

পলাতক হওয়ায় তদন্তে বাধা! ভারতী ঘোষকে নিয়ে নতুন ইঙ্গিত সরকারের

সোনা লুঠ ও প্রতারণার মামলায় মূল অভিযুক্ত ভারতী ঘোষ এখনও অধরা। মাস দুয়েক ধরে শিরোণামের বাইরে তিনি। পাঠাননি কোনও ভয়েস ম্যাসেজও। ফলে প্রশাসনিক মহলে 'সমঝোতা' নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইনজীবীদের একাংশের মতে, ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ না করাটা সিআইডির ব্যর্থতার থেকেও সমঝোতার প্রশ্ন বড় করে দেখা দিচ্ছে।

ইতিমধ্যেই এই মামলায় জামিন পেয়ে গিয়েছেন, সোনা ব্যবসায়ী বিমল ঘড়ুই এবং ভারতীর আনন্দপুরের আবাসনের কেয়ারটেকার রাজমঙ্গল সিং। আর ৯০ দিনের মধ্যে চার্জশিট করতে না পারলে বাকি অভিযুক্তরা জামিন পেয়ে যাবেন বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।

এখনও পর্যন্ত হেফাজতে রয়েছেন, ভারতী ঘনিষ্ঠ সিআই শুভঙ্কর দে, ওসি প্রদীপ রথ, প্রাক্তন ওসি চিত্ত পাল, পুলিশকর্মী দেবাশিস দাস এবং কনস্টেবল সঞ্জয় মাহাত।

সময় মতো চার্জশিট পেশ না করা নিয়ে কোনও মন্তব্যে নারাজ সিআইডি কর্তারা।

English summary
ID is failed to submit Chargesheet against EX IPS Bharati Ghosh within 90 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X