For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস আতঙ্কে নতুন বছরের শুরুতেই জনশূন্য কলকাতার চায়না টাউন

করোনা ভাইরাস আতঙ্কে নতুন বছরের শুরুতেই জনশূন্য কলকাতার চায়না টাউন

  • |
Google Oneindia Bengali News

উৎসব মুখরিত দিনেও এক প্রকার ধুধু করছে কলকাতার চিনা পাড়া অর্থাৎ চায়না টাউন। চায়না নিউ ইয়ার কার্নিভাল শুরু হয়ে যায় ২৫ শে জানুয়ারি থেকেই। ১৫দিন ব্যাপী এই অনুষ্ঠানে কলকাতার চিনা বাসিন্দারা তাদের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে ধুমধাম করে পালন করেন নববর্ষ। কিন্তু এই সব আয়োজন এবার কার্যত জলে গেছে করোনা আতঙ্কে।

করোনা ভাইরাস আতঙ্কে নতুন বছরের শুরুতেই জনশূন্য কলকাতার চায়না টাউন

চায়না টাউনের পেই মে চাইনিজ হাইস্কুলের মাঠে দাঁড়িয়ে স্থানীয় ইয়ার জিনপিং জানান," প্রতিবছরই বাইরে থেকে বহু আত্মীয়রা কলকাতায় আসেন।এবার বেশিরভাগই আসেননি।" তিনি আরও জানান, "করোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে তাতে আত্মীয় পরিজন নিয়ে চিন্তাতে আছি, উৎসব আনন্দে মন লাগছেনা। বাইরে থেকে কেউ এলেই তাঁর শারীরিক পরীক্ষা হচ্ছে। এসব দেখেও কেউ আর ঝুঁকি নিয়ে আসেনি " বলেই মনে করছেন তিনি।

এই সময় অন্যান্য বার রেঁস্তোরা গুলোয় ভীর উপচে পড়লেও এবার কার্যত মাছি তাড়াচ্ছে চাইনিজ খাবারের দোকান গুলি৷ এই নয়া করোনা আতঙ্কের জেরে ব্যবসাতেও বিপুল ক্ষতি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রেস্তোরার মালিকরা। উৎসবের মরশুমেও তাই এক প্রকার মরুভূমিতে পরিণত হয়েছে চায়না টাউন।

প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত মাদাগাস্কারে ত্রাণ ও উদ্ধারকাজে নৌসেনার জাহাজ পাঠালো ভারত প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত মাদাগাস্কারে ত্রাণ ও উদ্ধারকাজে নৌসেনার জাহাজ পাঠালো ভারত

English summary
china town of kolkata vacant at the beginning of the new year in fear of the corona virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X