শিশু পাচার কাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল সিআইডি
কলকাতা, ২৭ নভেম্বর : সদ্যজাত পাচারের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এর মধ্যে একজনের নাম তপন বিশ্বাস যে বাদুড়িয়ার একটি নার্সিংহোমের চিকিৎসক বলে জানা গিয়েছে। রবিবার রাতে বর্ধমানের মেমারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন আদালতে হাজির করলে তাকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ জানিয়েছে, শিশু পাচার চক্রের কথা জানার পর থেকেই এই তপন বিশ্বাসের খোঁজ করছিল পুলিশ। সে দিদির বাড়িতে বর্ধমানে আত্মগোপন করেছিল বলে পুলিশকে জানিয়েছে।

এই ঘটনায় যুক্ত বাসন্তী চক্রবর্তী নামে আর এক মহিলাকে রাতেই বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এদিন সকালে বাসন্তী চক্রবর্তীর ভাইপোর ঝুলন্ত মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার হয়। মৃত যুবকের নাম তন্ময় চক্রবর্তী (২৮)। পুলিশের অনুমান, শিশু পাচারের ঘটনার সঙ্গে মৃত যুবকের যোগ ছিল।
সিআইডির ধারণা, শিশু পাচারের জাল শুধু কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনাতেই নয়, অন্য জেলাগুলিতেও ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, বিমল আধিকারিকের সহযোগী হিসাবে কাজ করত বেহালা থেকে গ্রেপ্তার বাসন্তী চক্রবর্তী। ফলে বিমল অধিকারী ও বাসন্তী চক্রবর্তীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি, এমনটাই জানা গিয়েছে।