For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের জন্য ৪ বছরের শিশু দান করল জন্মদিনের উপহার, ছাড়ল সিন্থেসাইজারের শখ

কেরলের বন্য়া আক্রান্ত মানুষগুলোকে সাহায্য করতে পশ্চিমবঙ্গের ৪ বছরের শিশু অপরাজিতা সাহা সিন্থেসাইজার কেনার জন্য জন্মদিনে পাওয়া ১৪ হাজার ৮০০ টাকা দান করেছে কেরলের বন্যা ত্রাণ তহবিলে।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর ৮ বছরের অনুপ্রিয়া কেরলের বন্যাদুর্গতদের জন্য ছেড়েছিল সাইকেল কেনার স্বপ্ন। আর বাংলার ৪ বছরের শিশু অপরাজিতা ছাড়ল সিন্থেসাইজার কেনার শখ। পরিবার পরিজনদের থেকে পাওয়া ১৪ হাজার ৮০০ টাকার পুরোটাই সে দান করলো কেরলের বন্যাত্রাণে। রাজ্যের সিপিআইএম নেতাদের মাধ্যমে সেই অর্থ পৌঁছে যাবে বন্যার্তদের কাছে।

কেরলের জন্য ৪ বছরের শিশু দান করল জন্মদিনের উপহার, ছাড়ল সিন্থেসাইজারের শখ

৪ বছরের পুচকে মেয়ে অপরাজিতা। গান গাইতে ভালবাসে। এবছরের জন্মদিনে একটা সিন্থেসাইজার কেনার আবদার জানিয়েছিল। জন্মদিনের দিন তার বাবা, কাকা, মাসি, পিসিরা সবাই সেই সিন্থেসাইজার কেনার জন্য তাকে নগদ উপহার দিয়েছিল। সব মিলিয়ে হয়েছিল ১৪ হাজার ৮০০ টাকা।

[আরও পড়ুন:বন্যার্তদের মুখে মন্ত্রী ছুঁড়েছিলেন বিস্কুটের প্যাকেট, ইনফোসিসের সুধা মূর্তি গড়লেন মানবতার নজির][আরও পড়ুন:বন্যার্তদের মুখে মন্ত্রী ছুঁড়েছিলেন বিস্কুটের প্যাকেট, ইনফোসিসের সুধা মূর্তি গড়লেন মানবতার নজির]

কিন্তু এর মধ্যেই খবর আসে কেরলের ভয়াবহ বন্যার। বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসে টিভিতে অপরাজিতাও দেখেছিল প্রকৃতির সেই ধ্বংসলীলা। বয়স হয়ত তার খুবই কম, কিন্তু তার মনে দাগ কেটেছিল সেইসব দৃশ্যগুলো। ছোট্ট মাথা বুঝেছিল মানুষগুলো খুব কষ্টে আছে। তাই সিন্থেসাইজার কেনার থেকেও কেরলের মানুষদের পাশে দাঁড়ানোটা বেশি জরুরি বলে মনে করে সে।

এরপরই বাবা-মায়ের কাছে জানায় তার ইচ্ছের কথা। মেয়ে তার শখের সিন্থেসাইজার কেনা ছেড়ে এরকম মহৎ উদ্দেশ্যে টাকাগুলো ব্যবহার করতে চায় জেনে বাবা-মাও তাকে নিয়ে অত্যন্ত গর্বিত।

[আরও পড়ুন: কেরলের পুনর্গঠন, সৌদির ৭০০ কোটি টাকার সাহায্য নিয়ে দ্বন্দ্ব রাজ্য ও কেন্দ্রের][আরও পড়ুন: কেরলের পুনর্গঠন, সৌদির ৭০০ কোটি টাকার সাহায্য নিয়ে দ্বন্দ্ব রাজ্য ও কেন্দ্রের]

বাবা-মায়ের হাত ধরেই বুধবার সিপিআইএম-এর রাজ্য দপ্তরে এসেছিল অপরাজিতা। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁদের হাতে টাকাটা তুলে দেয় অপরাজিতা।

সারা ভারতেই কেরলের পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ করছে সিপিআইএম। সেই সঙ্গে ছোট্ট অপরাজিতার এই দানও যাবে কেরলের মানুষের সাহায্যে।

[আরও পড়ুন: 'আমার আলিঙ্গনে হতাশ হয়ে পিছিয়ে যান মোদী', ফের তোপ রাহুলের ][আরও পড়ুন: 'আমার আলিঙ্গনে হতাশ হয়ে পিছিয়ে যান মোদী', ফের তোপ রাহুলের ]

এর আগে তামিলনাড়ুর ৮ বছরের অনুপ্রিয়া সাইকেল কেনার জন্য রাখা ৮ হাজার ২৪০ টাকা দান করেছিল কেরলের বন্যা ত্রাণ তহবিলে। অনেক বছর ধরে সে ওই টাকাটা তার পিগি ব্যাঙ্কে জমিয়েছিল। কেরলের মানুষদের পাশে দাঁড়াতে এক কথায় সে ভেঙে ফেলেছিল তার ৫ টি পিগি ব্যাঙ্ক।

English summary
In order to help the flood affected people of Kerala, a 4-year-old child, donated Rs 14,800. The money was gifted by her familly to buy a synthesizer. On Wednesday, she handed over the money to CPI(M) leader Biman Basu and Suryakanta Mishra in the CPI(M) State Office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X