For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবস্থানে অনড় মমতা! নোটিস দিয়েও বিধানসভায় শবর মৃত্যু নিয়ে হল না আলোচনা, বিরোধীদের ওয়াকআউট

লালগড়ে শবর মৃত্যু নিয়ে নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেখানে অনাহারে কারও মৃত্যু হয়নি।

  • |
Google Oneindia Bengali News

লালগড়ে শবর মৃত্যু নিয়ে নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেখানে অনাহারে কারও মৃত্যু হয়নি। আর ৩ মাসে এই ৭ জনের মৃত্যু হয়েছে। দিকে শবর মৃত্যু নিয়ে আলোচনার সুযোাগ না পেয়ে, বিধানসভা ত্যাগ বাম কংগ্রেসের। ২২ নভেম্বর পর্যন্ত বিধানসভা বয়কট জারি থাকবে বলে জানানো হয়েছে বাম কংগ্রেসের তরফে।

লালগড়ে ৭ শবরের মৃত্যু

লালগড়ে ৭ শবরের মৃত্যু

দিন কয়েক আগে লালগড়ের পূর্ণপানিতে ১৫ দিনে রোগে ৭ শবরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে যায়। গ্রামে যান জেলাশাসক, পুলিশ সুপার। গিয়েছিলেন শাসকদলের নেতারাও।

অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী

অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী

মৃত্যুর খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, কেউ বলতে পারবেন না কেউ না খেতে পেয়ে অনাহারে মারা গিয়েছে। সবার কাছেই চাল পৌঁছয় বলে দাবি করেছিলেন তিনি। জঙ্গলমহলে একএকজন আটকেজি চাল ও ৩ কেজি গম পায় বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারেও বিধানসভায় নিজের দাবিতে অনড় থাকেন মুখ্যমন্ত্রী।

বার্ধক্যজনিত কারণে ও অসুখে মৃত্যু

বার্ধক্যজনিত কারণে ও অসুখে মৃত্যু

মুখ্যমন্ত্রী বলেছেন, সাতজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। মৃতদের মধ্যে একজনের বয়স ৭৫ এবং অপর একজনের বয়স ৭৭ বছর। বাকি ৫ জনের লিভারের অসুখে মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মদ খাওয়ার কারণেই লিভারের অসুখ বলে চিকিৎসকরা রিপোর্টে জানিয়েছেন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সব পরিবার নিয়মিত রেশন পান বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের ওয়াকআউট

বিরোধীদের ওয়াকআউট

শবর মৃত্যু নিয়ে বিধানসভায় আলোচনা করতে বিধানসভার অধ্যক্ষের কাছে বিরোধী বাম-কংগ্রেসের তরফে নোটিস দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। বিরোধী সূত্রে দাবি, অধ্যক্ষ বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত জানাবেন। এদিন এক বিধায়কের প্রশ্নের উত্তরে শবর মৃত্যু নিয়ে কথা বলে মুখ্যমন্ত্রী। এরপরেই বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার জন্য দাবি জানাতে থাকেন বিরোধীরা। যদিও স্পিকার সেই সময় সেই দাবি না মানায় বিরোধীরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

বয়কট চলবে ২২ নভেম্বর পর্যন্ত

বয়কট চলবে ২২ নভেম্বর পর্যন্ত

২২ নভেম্বর পর্যন্ত বিধানসভা বয়কট চালানো হবে বলে জানানো হয়েছি বিরোধী বাম-কংগ্রেসের তরফে।

(ছবি সৌজন্য: ফেসবুক)

English summary
Chief Minister speaks on Sabar death in Lalgarh in the Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X