For Quick Alerts
For Daily Alerts
উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর মন পড়ে কলকাতায়! চেষ্টা চলছে দার্জিলিং থেকে তাড়াতাড়ি ফেরার, দেখুন ভিডিও
অত্যন্ত দুঃখজনক ঘটনা। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এমনটাই বললেন দার্জিলিং-এ থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতায় ফেরার বিমান নেই। বিকল্প পথে কলকাতায় ফেরার ব্যাপারে চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তখন মুখ্যমন্ত্রী বলেন, একজনের মৃত্যুও দুঃখজনক। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানার পর, তাদের সাহায্যে বিষয়টি সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, পাহাড় থেকে সমতলে নামতে সময় লাগবে চারঘণ্টা। সেই সময়ের পরে বিমান পাওয়া যাবে না। ফলে সড়ক পথে যাওয়া নিয়েও আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।