For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোনেশনে কড়া মুখ্যমন্ত্রী, নজর এবার রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরই মুখ্যমন্ত্রী স্কুলের প্রতিনিধিদের বৈঠকে ডাকবেন।

Google Oneindia Bengali News

কলকাতা, ৩ মার্চ : বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। মুখ্যমন্ত্রী বিধির বাঁধনে আবদ্ধ করতে চাইছেন সমস্ত বেসরকারি স্কুলকে। মাধ্যমিক ও উচ্চমাধমিক পরীক্ষার পরই তিনি স্কুলের প্রতিনিধিদের ডাকতে চলেছেন বৈঠকে। এ ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে তিনি ইতিমধ্যে কথা বলেছেন রামকৃষ্ণ মিশনের মতো সফল প্রতিষ্ঠানগুলির কর্তাব্যক্তিদের সঙ্গেও।[বেসরকারি হাসপাতালের 'অসুখ' সারাতে কড়া 'প্রেসক্রিপশন' মমতার, নয়া বিল পেশ বিধানসভায় ]

শহর-শহরতলি, এমনকী জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে মাত্রতিরিক্ত ডোনেশনের খেলা চলে, তার জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সকলের ইচ্ছা থাকে তাঁর সন্তানকে নামী স্কুলে পড়ানোর। অনেক ক্ষেত্রেই মেরিট থাকা সত্ত্বেও শুধু টাকার জন্য তারা নামী স্কুলের দিক থেকে মুখ সরিয়ে নিতে হয়।['আপনি বড্ড বেশি কথা বলেন', স্বাস্থ্য বিলের ব্যাখ্যা দিতে উঠে মমতার ধমক সুজনকে ]

ডোনেশনে কড়া মুখ্যমন্ত্রী, নজর এবার রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় স্বাস্থ্য বিল পেশ করার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকার কঠোর সমালোচনা করেন। বেসরকারি যে হারে চড়া ডোনেশন নিচ্ছে, তা নাপসন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ে। যাঁরা দিতে পারেন দিন। কিন্তু সাধারণ মানুষের জন্যও একটা সীমারেখা থাকা জরুরি। আর সেই ব্যবস্থা করতেই মুখ্যমন্ত্রী অতি সত্ত্বর বেসরকারি স্কুলের প্রতিনিধিদের তলব করবেন।

বেসরকারি স্কুলের বিরুদ্ধেও কড়া মনোভাবের কথা তিনি স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি স্কুলগুলিতে চড়া ডোনেশন নেওয়া হচ্ছে। এ ব্যাপারেও ভাবনা-চিন্তা করতে হবে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হয়ে গেলেই সিদ্ধান্ত নেবেন মমতা। একেবারে বেসরকারি হাসপাতালের ধাঁচেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 'প্রেসক্রিপশন' স্থির করবেন তিনি।

English summary
Chief minister Mamata Banerjee now monitored of the private educational institutions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X