For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের ধাঁচে সুরক্ষা ব্যবস্থা রাজ্যে, নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করে নয়া চমক মমতার

কেন্দ্রের ধাঁচে নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নতুন পদ সৃষ্টি নিয়ে।

Google Oneindia Bengali News

কেন্দ্রের ধাঁচে নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নতুন পদ সৃষ্টি নিয়ে। সিদ্ধান্ত হয়েছে রাজ্যের প্রথম নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি রাজ্য পুলিশের ডিজি ছিলেন। তাঁর জায়গায় রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন বীরেন্দ্র।

কেন্দ্রের ধাঁচে সুরক্ষা ব্যবস্থা রাজ্যে, নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করে নয়া চমক মমতার

৩০ মে অবসর নিচ্ছেন বর্তমান ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। তাঁর অবসরের আগে তাই স্থির হয়ে গেল রাজ্যের পরবর্তী ডিজির নাম। আর সুরজিৎ কর পুরকায়স্থ প্রথমাফিক অবসর নিলেও রাজ্য তাঁকে অব্যাহতি দিচ্ছে না। তাঁর জন্য তৈরি হচ্ছে নতুন পদ। একেবারে কেন্দ্রের ধাঁচে তৈরি হওয়া নিরাপত্তা উপদেষ্টা পদে বসতে চলেছেন তিনি।

[আরও পডুন: জঙ্গলমহলে 'সিঁদুরে মেঘ' দেখিয়েছে বিজেপি, তাই 'শান্তির বারি' নিয়ে যাচ্ছেন মমতা][আরও পডুন: জঙ্গলমহলে 'সিঁদুরে মেঘ' দেখিয়েছে বিজেপি, তাই 'শান্তির বারি' নিয়ে যাচ্ছেন মমতা]

বাংলাই প্রথম রাজ্যে, যেখানে এই ধরনের কেন্দ্রের সমতুল্য একটি পদ সৃষ্টি হল। এর আগে কোনও রাজ্যে এই পদ নেই। নিরাপত্তা উপদেষ্টা হয়ে সুরজিৎ কর পুরকায়স্থর কাজ হবে, কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রাখা। এর আগে সেনাবাহিনী দিয়ে গাড়ির সমীক্ষা চালানোর সময়ো কেন্দ্রের সঙ্গে রাজ্যের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। নতুন এই পদ তৈরি করে সেই প্রতিবন্ধকতা দূর করতে চান মমতা।

[আরও পড়ুন: সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্যও, মমতার বকেয়া মেটানোর আশ্বাসে ডিএ জল্পনা তুঙ্গে ][আরও পড়ুন: সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্যও, মমতার বকেয়া মেটানোর আশ্বাসে ডিএ জল্পনা তুঙ্গে ]

এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বীরেন্দ্র। তাঁকে রাজ্য পুলিশের ডিজি করা হচ্ছে। এদিন আইএএস ও আইপিএস নিয়োগ নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, মেধাকে গুরুত্ব না দিয়ে সুপারিশের ভিত্তিতে আইএএস ও আইপিএস নিয়োগ করা হচ্ছে। ফলস্বরূপ সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে রাজ্যে। তিনি বলেন, সব জিনিসেরই একটা সীমারেখা থাকা দরকার। এদিন কর্ণাটক রওনা হওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

English summary
Chief Minister Mamata Banerjee makes new security system like central. West Bengal government firs state makes a post of Security Adviser
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X