For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরে একবার বাইরে যেতে হয়! বিদেশ সফরের আগে কোন বিতর্ক এড়াতে একথা বললেন মমতা

তাঁর এই সফর রাজ্যের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে, বিনিয়োগের স্বার্থে। বিদেশ সফর শুরুর আগে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তাঁর এই সফর রাজ্যের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে, বিনিয়োগের স্বার্থে। বিদেশ সফর শুরুর আগে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭-তে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সমালোচনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে মোদী বিদেশ গেলে বিদেশ সফর আর মমতা গেলে লগ্নির জন্য সফর, এমনও কটাক্ষ করেন কেউ কেউ। তারই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বছরে একবার বাইরে যেতে হয়! বিদেশ সফরের আগে কোন বিতর্ক এড়াতে একথা বললেন মমতা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাকপ্রস্তুতি হিসেবেই তিনি এই সফর করছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নিমন্ত্রণ রক্ষা করতেই তাঁর এই বিদেশ সফর।

মুখ্যমন্ত্রী জানান, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বছরে ১৫ থেকে ২০ বার বিদেশে যান। তাঁদের নিজেদের ফ্লাইট পর্যন্ত আছে। কিন্তু বাংলা সেদিক থেকে গরিব। আর প্রয়োজন ছাড়া তিনি বিদেশে যাওয়া পছন্দ করেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০১৭-র নভেম্বরে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে মুখ্যমন্ত্রী এক বড় দল নিয়ে বিদেশে গিয়েছিলেন। সেই দলে পশ্চিমবঙ্গের শিল্পপতিরা ছাড়াও ছিলেন সাংবাদিকরা। এক সাংবাদিক চামচ চুরি করায় অভিযুক্ত হয়েছিলেন। জানা যায় সেই ঘটনায় মুখ্যমন্ত্রী ক্ষুব্ধও হয়েছিলেন। বিরোধীরাও সেই সফর নিয়ে কটাক্ষ করেছিলেন। এমন কি এখনও পর্যন্ত প্রতিবছর বিদেশ গিয়ে কত টাকার বিনিয়োগ রাজ্যে এসেছে, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি করেছিলেন বিরোধীরা। সেই কটাক্ষের জবাব মুখ্যমন্ত্রী আগে ভাগেই দিয়ে রাখলেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

English summary
Chief Minister Mamata Banerjee clarifies her foreign tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X