For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় মমতা-মান্নান মুখোমুখি বৈঠক! সমঝোতার ইঙ্গিত

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মুখোমুখি বৈঠক। এই বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মুখোমুখি বৈঠক। এই বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

 বিধানসভায় মমতা-মান্নান মুখোমুখি বৈঠক! সমঝোতার ইঙ্গিত

আলোচনার বিষয় বস্তু জানা না গেলেও, সূত্রের খবর অনুযায়ী, বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ নিয়ে সরকারের তরফে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেসের দলছুটরা ভিড় করছেন তৃণমূল। আর তাদের দেওয়া হচ্ছিল বিধানসভার বিভিন্ন পদ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ তাদের মধ্যে অন্যতম। একটা সময়ে মানস ভুঁইয়া দলবদল করার পর বিরোধী দলনেতার মতামতকে গুরুত্ব না দিয়ে মানস ভুঁইয়াকে সেই পদ দেওয়ার হয়েছিল বলে অভিযোগ। মানস পরবর্তী সময়ে কংগ্রেসের অপর দলত্যাগী বিধায়ক শঙ্কর সিংকে সেই পদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে কংগ্রেসের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। বিরোধী দলনেতা পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী ঘনিষ্ঠ বিধায়ক মনোজ চক্রবর্তী।

একদিকে দলের চাপ অন্যদিকে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট গড়ে তোলা। দুদলের দুই নেতানেত্রী মূলত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে বৈঠকে বসেন। সরকারের তরফে বিষয়টিতে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে মুখ্যমন্ত্রী আব্দুল মান্নানকে এদিন এমনই আশ্বাস দেনে বলে জানা গিয়েছে। ফলে কংগ্রেসের পক্ষ থেকে অধ্যক্ষের কাছে এই পদের জন্য কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মার নাম পাঠানো হয়। এছাড়াই বিধানসভার আরও তিনটি কমিটির চেয়ারম্যান পদে কংগ্রেস বিধায়কদের জায়গা দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সূত্রের খবর এমনটাই।

English summary
Chief Minister Mamata Banerjee and Abdul Mannan met in the Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X