For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যস্ততম মহানগরী কলকাতাকে পাখির চোখে দেখলে কেমন লাগে তা দেখতে পাওয়া যাবে এবার চেতলা অগ্রণীতে এলে

যারা আকাশ পথে উড়তে উড়তে মহানগরী কলকাতাকে প্রদক্ষীন করেছেন, তারা হয়তো কলকাতাকে দেখেছেন অন্যভাবে।

  • |
Google Oneindia Bengali News

যারা আকাশ পথে উড়তে উড়তে মহানগরী কলকাতাকে প্রদক্ষীন করেছেন, তারা হয়তো কলকাতাকে দেখেছেন অন্যভাবে। কিন্তু এখনোও যাদের ওড়ার সুযোগ হয়নি তারাও মহানগরীর আসল চেহারাটা অনুভব করতে পারবেন যদি এবছর চেতলা অগ্রণী সংঘের পুজো মণ্ডপে আসেন।

আকাশে উড়তে উড়তে কেমন দেখতে লাগে শহর কলকাতাকে, জানতে পারবেন চেতলা অগ্রণীর পুজোয় এলেই

প্রিয় মহানগরী কলকাতার জীবন নিয়ে নিয়ে রবি ঠাকুরের লেখা অংশকে অবলম্বন করে এবার ২৭ তম বর্ষে চেতলা অগ্রণীর শারদীয়া থিম, 'কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে'।

শিল্পী অনির্বাণ দাসের ভাবনা ও শৈল্পিক ছোঁয়ায় পুজো মণ্ডপে ই ফুটে উঠতে চলেছে নানান বয়সের কলকাতা। পুরাণ - নতুন কলকাতার উত্থান পতন থেকে শুরু করে নানান কৃষ্টিকালচার ও সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে এখানে। শিল্পী জানান, 'কলকাতা নিজস্ব একটি চলন রয়েছে। আর সেই চলনটাকে আমরা তুলে ধরতে চলেছি।'

তিনি আরও জানান, 'কলকাতা শহরের অনেক উত্থান-পতন রয়েছে, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এই শহরের পথে চলা, সেই নস্টালজিয়াকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবারের পুজোয়। এছাড়াও কলকাতার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে যে ঐতিহ্য হাওড়া ব্রীজ, মনুমেন্ট বাবুপট, ভিক্টোরিয়া, লাল-কালো রঙের ডাক বাক্স, জাদুঘরের মত স্থাপত্য, রাজভবন থেকে বাঙালীর গড়ের মাঠ, সেগুলোকেও দেখানো হয়েছে এখানে। সব মিলিয়ে কলকাতার কালচার তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

কলকাতা আর্ট কলেজের দশ থেকে বারো জন শিল্পী নিজেদের তুলিরটানে চলমান কলকাতাকে জীবন্ত করে তুলছে কয়েক মুহূর্তের জন্য। দেখানো হয়েছে, 'কলিকাতা আছে কলিকাতাতেই'। আশাকরি দর্শনার্থীদের ভালো লাগবে।

[ আরও একটি ছুটি ঘোষণা রাজ্য সরকারের, তবে ফুল নয় এবার 'হাফ'][ আরও একটি ছুটি ঘোষণা রাজ্য সরকারের, তবে ফুল নয় এবার 'হাফ']

গত বছরের বিসর্জনের থিম নিয়ে তাক লাগিয়ে দিয়েছিল চেতলা অগ্রণী সংঘ। পুজোয় অভিনব নজর কাড়া নিদর্শন, 'বিসর্জনে'র মধ্য দিয়ে শিল্পী তুলে ধরেন তার সৃজন সৃষ্টি। তাঁর হাতে কখনও ফুটে ওঠে মধুবনী শিল্প, কখনও বা রথের জাদুতে তাক লাগে শহরের। আর এবার নস্টালজিয়ার ছোঁয়ায় একেবারে অভিনব প্রদর্শন, তাঁর এই ভাবনা দর্শকদের মন কাড়বে বলেই আশাবাদী শিল্পী।

 [ নামছে দেশের শিক্ষার মান, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ভারত] [ নামছে দেশের শিক্ষার মান, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ভারত]

English summary
Chetla Agrani Durga Puja is going to experience you how Kolkata look from sky
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X