• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মানের চূড়ান্ত ১০০-তে কারা পেল স্থান, জেনে নিন এক নজরে

  • By
  • |

পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বাঙালি এখন রোজই দিন গুণে চলেছে উৎসবের চূড়ান্ত ক্ষণের জন্য। আর এই উৎসবের আনন্দকে বাড়িয়ে নিতে অর্ঘ্য আগমনী সামনে নিয়ে এল চূড়ান্ত ১০০-র তালিকা। আগামী কয়েক দিন এই পুজো কমিটিগুলিকে নিয়ে চলবে চূল-চেরা বিশ্লেষণ। আর তারপরই এই ১০০ পুজো কমিটির মণ্ডপ থেকে প্রতিমা দর্শন করবেন অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এর বিচারকরা। তাঁদের দেওয়ার নম্বরের ভিত্তিতে অর্ঘ্য আগমনীর ৮ সম্মানে সম্মানিত হবে পূজা কমিটিগুলি।

এই সেরা ১০০ পুজোই এবার রাজ করবে কলকাতায়

১ সেপ্টম্বর শুরু হয়েছিল অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মানের ফর্ম জমা নেওয়া। মোট তিন দফায় মোট ১২দিন ধরে চলে ফর্ম জমা নেওয়া। ফর্ম জমা করেছিল তিন শতাধিক পূজো কমিটি। পুজোর ভাবনা, প্রতিমার গঠন এবং বাস্তবিকতা ও পরিবেশ সচেতনতার মতো দিকগুলি বিশ্লেষণ করে অর্ঘ্য আগমনীর বিচারকরা ১০০ পুজোকে চূড়ান্ত লড়াই-এর জন্য বেছে নিয়েছেন। সেই ১০০ পুজো কমিটিগুলির পুরো তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান

সিংহি পার্ক সর্বজনিন দুর্গাপূজা কমিটি দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি সাহাপুর পঞ্চবটীতলা সম্মিলনী একুশ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি চেতলা অগ্রণী ক্লাব
হালসীবাগান সার্বজনীন দমদম তরুণ দল বৃন্দাবন মাতৃমন্দির বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসব দমদম পার্ক সার্বজনীন দুর্গা পূজা কমিটি
বিবেকানন্দ ক্লাব অ্যাথলেটিক ক্লাব সন্তোষপুর ত্রিকোণপার্ক সার্বজনীন দুর্গা পূজা কমিটি শ্যামপুকুর আদি সার্বজনীন আদি দুর্গোৎসব কমিটি কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব টালা পল্লী সাধারণ দুর্গোৎসব সমিতি
টালা পার্ক প্রত্যয় উল্টোডাঙা পল্লীশ্রী অরবিন্দ সেতু দুর্গা পূজা সমিতি লেকটাউন অধিবাসীবৃন্দ দুর্গা পূজা কমিটি বিধান সরণি অ্যাটলাস ক্লাব
করবাগান সার্বজনীন উল্টোডাঙা জাগরণী সংঘ চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি কৈলাশ বোস স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব
নলিন সরকার ষ্ট্রীট সার্বজনীন দুর্গোৎসব হরিতকী বাগান সার্বজনীন দুর্গোৎসব অ্যাভিনিউ সাউথ পল্লী মঙ্গল সমিতি সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি
পোদ্দারনগর সার্বজনীন দুর্গোৎসব টালা দক্ষিণপল্লী সাধারণ দুর্গোৎসব কমিটি মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি হাতিবাগান নবীন পল্লী কাশীবোস লেন দুর্গা পূজা কমিটি
কবিরাজ বাগান সার্বজনীন দক্ষিণদাড়ি ইয়ুথ ফোরাম ভবানীপুর মুক্তদল যোধপুর পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন সমাজসেবি সংঘ
দমদম পার্ক যুবকবৃন্দ চক্রবেড়িয়া সার্বজনীন কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ মাস্টারদা স্মৃতি সংঘ জগৎ মুখার্জি পার্ক
রাসবিহারী সুহৃদ সংঘ জাগরী ঠাকুরপুকুর ক্লাব সন্তোষপুর লেকপল্লী হাজরা পার্ক দুর্গোৎসব
পল্লী মঙ্গল সমিতি তালতলা গ্রাউন্ড বেলেঘাটা ৩৩ নং অধিবাসীবৃন্দ ৯৫ পল্লী সার্বজনীন দুর্গোৎসব দমদম পার্ক তরুণ সংঘ লালাবাগান নবাঙ্কুর
অধিবাসীবৃন্দ কানাই ধর লেন দক্ষিণ কলিকাতা সার্বজনীন দুর্গা পূজা টালা পার্ক ১৫ পল্লী হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি টালা বারোয়ারি দুর্গোৎসব
কালীঘাট মিলন সংঘ নর্থ ত্রিধারা সার্বজনীন বেলেঘাটা সন্ধানী তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি শিবমন্দির সার্বজনীন
বড়িশা সার্বজনীন দুর্গোৎসব বেহালা ২৯ পল্লী গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব বড়িশা ক্লাব নেতাজি জাতীয় সেবাদল
ঠাকুরপুকুর SB পার্ক অজেয় সংহতি বেহালা নতুন সংঘ মুকুল সংঘ টালিগঞ্জ আজাদগড় ক্লাব
ভবানীপুর স্বাধীন সংঘ নাকতলা উদয়ন সংঘ পাইকপাড়া ১৩নং পল্লীবাসী দমদম পার্ক ভারতচক্র লালাবাগান সার্বজনীন
উল্টোডাঙা সংগ্রামী হিন্দুস্তান পার্ক সার্বজনীন দেবদারু ফটক সার্বজনীন বেহালা ফ্রেন্ডস অবসর সার্বজনীন দুর্গোৎসব
গোলাঘাটা সম্মিলনী কসবা শক্তি সংঘ পল্লীবাসী দুর্গোৎসব সমিতি বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কালীঘাট নেপাল ভট্টাচার্য ষ্ট্রীট মুদিয়ালী ক্লাব
বেহালা নতুন দল বাদামতলা আষাঢ় সংঘ রাজডাঙা নব উদয় সংঘ ৬৬ পল্লী ক্লাব বোসপুকুর শীতলা মন্দির
নস্করপুর সার্বজনীন দুর্গোৎসব নাকতলা পল্লী মঙ্গল সমিতি ৪১ পল্লী ক্লাব গ্রীনপার্ক B ব্লক বিবেকানন্দ স্পোর্টিং নতুনপল্লী প্রদীপ সংঘ

{document1}

এই ১০০ পুজো কমিটির হাতে তুলে দেওয়া হবে অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এর ব্যানার। তবে, ব্যানার নেওয়ার সময় পুজো কমিটিগুলোকে অবশ্যই সঙ্গে আনতে হবে ক্লাবের স্ট্যাম্প, ১০টি ভিআইপি পাস এবং ফর্ম-এর দ্বিতীয় পাতা যা জমা করা সময় সিরিয়াল নম্বর লিখে দেওয়া হয়েছিল। ব্যানার বিতরণের দিন ৫ ও ৬ অক্টোবর। সময় ২টা-৬টা। ব্যানার সংগ্রহে আসুন এই ঠিকানায়- রাজপ্রতিম এজেন্সি প্রাইভেট লিমিটেড, ৪৯/৮৯ প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৩৩, ল্যান্ড মার্ক- বিডি মেমোরিয়াল স্কুলের পাশে।

শারদ সম্মানে বড় পুজো বা ছোট পুজো বলে যে কোনও কিছু হয় না তা প্রমাণ করে দিয়েছে ইভেন্ট জোনের অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান। ভাবনার মৌলিকতা এবং প্রতিমা সঠিক রূপায়ণ-ই যে বড় কথা তা প্রতিষ্ঠিত করে দিয়েছে এই পুজো সম্মান। তৃতীয়া, চতুর্থী ও পষ্ণমী-তে অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এর বিচারকদের দল চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ১০০টি নির্বাচিত পুজো মণ্ডপে যাবেন। ৮ বিভাগে সেরা পুজোগুলিকে তাঁরা বেছে নেবেন। এই পুজো কমিটিগুলির হাতে সম্মান তুলে দেওয়া হবে ষষ্ঠীর দিন অর্থাৎ ১৫ অক্টোবর।

ইভেন্ট জোন পূর্ব ভারতের এক অগ্রণী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। যারা অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে কর্পোরেট ইভেন্টস, স্পোর্টস ইভেন্টস, রোড শো, শপ-ইন শপ প্রোমোশন, ব্র্যান্ড প্রোমোশন, এক্সিবিশন, ট্রেড ফেয়ারস, কনফারেন্স, সেমিনার, টেলিভিশন ভিত্তিক অনুষ্ঠান, পার্সোনাল ইভেন্টস, উৎসব ভিত্তিক ইভেন্টস, চলচ্চিত্র ভিত্তিক ইভেন্টস-এর আয়োজনে বিপুলভাবে অভিজ্ঞতা সম্পন্ন।

ওয়ানইন্ডিয়া বেঙ্গলি- বাংলা ডিজিটাল মিডিয়ায় এক অগ্রণী এবং দ্রুত জনপ্রিয়তা পাওয়া একটি সংস্থা। ইন্টারনেট বেসড প্ল্য়াটফর্মে সংবাদ পরিবেশনে গত কয়েক বছর ধরে মুন্সিয়ানা দেখিয়ে আসছে এই সংস্থা। খুব দ্রুত বাংলা ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মে এক অন্যতম শক্তিতে পরিণত হচ্ছে ওয়ানইন্ডিয়া বেঙ্গলি।

(ডিসক্লেমার- অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান সম্পূর্ণভাবে ইভেন্ট জোনের একটি নিজস্ব অ্যাওয়ার্ড শো। এতে করা যাবতীয় প্রতিশ্রুতি এবং পুজোর নির্বাচন থেকে শুরু করে সম্মান প্রদানের সমস্ত কিছুই ঠিক করবে ইভেন্ট জোন। এই প্রতিযোগিতায় বিনামূল্যেই অংশ নেওয়া যাবে। ওয়ানইন্ডিয়া বেঙ্গলি শুধুমাত্র মিডিয়া পার্টনার হিসাবে এর সঙ্গে সংযুক্ত। ইভেন্ট জোন-এর কোনও প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে ওয়ানইন্ডিয়া বেঙ্গলি জড়িত নয়।)

English summary
Arghyo agamanir 2018 Samman has revealed final 100 name of puja committees those will fight for the 8 awards. The awards will be given on 15th October.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X