For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরফায় মা-কে নিয়ে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের 'কীর্তি' শুনলে চমকে যাবেন

ফের বৃদ্ধা মা-কে বাড়িতে আটকে রাখার অভিযোগ। বৃদ্ধার চেঁচামেচিতে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে গরফা থানার পুলিশ গিয়ে বাড়ির তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে। পুলিশ গ্রেফতার করেছে 'কীর্তিমান' ছেলেকে।

  • |
Google Oneindia Bengali News

ফের বৃদ্ধা মা-কে বাড়িতে আটকে রাখার অভিযোগ। বৃদ্ধার চেঁচামেচিতে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে গরফা থানার পুলিশ গিয়ে বাড়ির তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে। পুলিশ গ্রেফতার করেছে 'কীর্তিমান' ছেলেকে।

গরফায় মা-কে নিয়ে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের 'কীর্তি' শুনলে চমকে যাবেন

গরফার নস্করপাড়া লেনে নিজের বাড়ি বছর ৮৩-র বৃদ্ধা গায়ত্রী ভট্টাচার্যের। বাড়িতেই থাকেন বৃদ্ধার একমাত্র ছেলে সৌম্য ভট্টাচার্য। পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সৌম্য। কিন্তু এই চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ছেলের কীর্তি শুনলে চমকে যাবেন।

বৃদ্ধা গায়ত্রী ভট্টাচার্যের অভিযোগ, আগের বেশ কয়েকবারের মতো বুধবারেও মাকে তালা দিয়ে আটকে রেখে যায় ছেলে সৌম্য। কিন্তু বৃদ্ধা আর থাকতে পারেননি। চেঁচামেচি শুরু করেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে কোনও কথা বলতে চায়নি ছেলে সৌম্য ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃদ্ধা গায়ত্রী ভট্টাচার্য অভিযোগ করেন, ছেলের এই ব্যবহার আগেও সহ্য করে তিনি কেঁদেছেন। বুধবার তিনি আর পারেননি। বৃদ্ধার অভিযোগ, ছেলে টাকা-পয়সা নিয়েছে। ঘরও নিয়েছে। বৃদ্ধার অভিযোগ, পেনশনও কি নেবে, এফডি-র সুদও কি নেবে?

বাকি সম্পত্তি হাতাতেই ছেলের এই আচরণ বলে অভিযোগ করেছেন এই বৃদ্ধা।

বৃদ্ধা জানিয়েছেন, তিনি নিজেরটা নিজে খান। তৈরি খাবার বাড়িতে আনিয়ে নেন। তাতেও ছেলের অসুবিধা। তাঁর প্রশ্ন, ছেলেকে চাটার্ড পড়িয়ে কি এই প্রতিদান!

এর আগেও উত্তর কিংবা দক্ষিণ শহরতলিতে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। কোনও সময় ছেলে বৃদ্ধা মাকে বাজারে নিয়ে গিয়ে বসিয়ে রেখে উধাও হয়েছে। কিংবা বাড়িতে আটকে রেখে বেড়াতে যাওয়ার ঘটনাও ঘটেছে। গরফার বৃদ্ধা গায়ত্রী ভট্টাচার্যের ঘটনা এই তালিকায় নতুন সংযোজন। কী ভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তা অবশ্য কেউই সঠিকভাবে বলতে পারছেন না।

English summary
Chartered accountant son kept his mother with lock and key in their house in Garfa in Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X