For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধী জোটের মুখ কে? প্রশ্নের উত্তরে যা বললেন চন্দ্রবাবু, শুনলেন মমতাও

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অবধারিতভাবে চন্দ্রবাবুকেও মুখোমুখি হতে হল সেই চিরাচরিত প্রশ্নের। মোদী বিরোধী জোট তো গড়ছেন, কিন্তু বিরোধী শিবিরের মুখ কে?

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অবধারিতভাবে চন্দ্রবাবুকেও মুখোমুখি হতে হল সেই চিরাচরিত প্রশ্নের। মোদী বিরোধী জোট তো গড়ছেন, কিন্তু বিরোধী শিবিরের মুখ কে? প্রশ্ন শুনে ইতস্তত না করেই উত্তর দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। দেখাদেখির বালাই নেই, বল পাঠালেন একেবারে বাউন্ডারি সীমানার বাইরে।

কী বললেন চন্দ্রবাবু

চন্দ্রবাবু বললেন, বিরোধী শিবিরে এমন নেতারা রয়েছেন, যাঁরা অনেকেই তাঁর থেকে অনেক অভিজ্ঞ। তাঁরা অনেক ভালো দেশ চালানোর ক্ষমতা রাখে। বিরোধী শিবিরে অনেকেই মুখ হওয়ার দাবিদার। অনেকেরই সেই যোগ্যতা রয়েছে। আর আমাদের হাতে যখন অপশন রয়েছেন অনেক, তাহলে ভাবনা কী? যথা সময়েই জানতে পারবেন কে হচ্ছেন মুখ।

মমতাও মত দিলেন

মমতাও মত দিলেন

চন্দ্রবাবুর কথা কেড়ে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী শিবিরে সকলেই মুখ। আর মোদীর তুলনায় তাঁদের শিবিরের নেতাদের যোগ্যতা অনেক বেশি। চন্দ্রবাবু তারপর বলেন, মোদীর তুলনায় আমরা অনেক সিনিয়র। সবারই অভিজ্ঞতা রয়েছে। আর আমাদের পারফরম্যান্স মোদীর তুলনায় অনেক গুণ ভালো।

[আরও পড়ুন:মোদী বিরোধিতায় একজোট হওয়ার সময় এসেছে, মমতা-চন্দ্রবাবু দিলেন একতার বার্তা][আরও পড়ুন:মোদী বিরোধিতায় একজোট হওয়ার সময় এসেছে, মমতা-চন্দ্রবাবু দিলেন একতার বার্তা]

বিকল্প গড়ে তোলার ডাক

বিকল্প গড়ে তোলার ডাক

চন্দ্রবাবু বলেন, দেশ গণতন্ত্র বিপন্ন। রাজনৈতিক নেতাদের শুধু সিবিআই জুজু দেখানো হচ্ছে। বিজেপি সরকার ব্যর্থ। এই অবস্থায় দেশের সুরক্ষায় সঠিক বিকল্প গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য আজ আমাদের বৈঠক সফল হয়েছে। শীতকালীন অধিবেশনের আগেই আমরা দিল্লিতে জোটের বৈঠক করব।

[আরও পড়ুন:এবার পুলিশকে হুঁশিয়ারি! না শোধরালে ব্যবস্থা নেবেন তিনিই, বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:এবার পুলিশকে হুঁশিয়ারি! না শোধরালে ব্যবস্থা নেবেন তিনিই, বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

মহাজোটের সভা শুরু শীঘ্রই

মহাজোটের সভা শুরু শীঘ্রই

সেইসঙ্গে চন্দ্রবাবু নাইডু বলেন, হায়দরাবাদে আমাদের মহাজোটের সভা হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডের সভাতেও বিজেপি বিরোধী জোটের মহাসভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দেশের সমস্ত প্রদেশের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন ১৯ জানুয়ারি ব্রিগেড়ের সভা থেকে দেশ বদলের ডাক দেওয়া হবে।

[আরও পড়ুন: বিজেপি নেতাদের উপর হামলা, রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল, পুলিশ-পার্টিকর্মী সংঘর্ষ][আরও পড়ুন: বিজেপি নেতাদের উপর হামলা, রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল, পুলিশ-পার্টিকর্মী সংঘর্ষ]

English summary
Chandrababu Naidu informs who will be face of anti BJP alliance. He also says about necessary of unity against Modi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X