For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথ ফেরত সমীক্ষার প্রতিফলন নির্বাচনী ফলে হবে না! মমতাকে ভরসা দিলেন চন্দ্রবাবু

কলকাতায় পা দিয়েই মমতার সুরে বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। তিনি ইভিএম কারচুপি নিয়েও কমিশনকে একহাত নেন তিনি।

Google Oneindia Bengali News

কলকাতায় পা দিয়েই মমতার সুরে বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। তিনি ইভিএম কারচুপি নিয়েও কমিশনকে একহাত নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, বুথ ফেরত সমীক্ষার প্রতিফলন ফলাফলে হবে না। ২৩ মে ভোটের ফল সামনে আসলেই সব উল্টে যাবে।

বুথ ফেরত সমীক্ষার প্রতিফলন নির্বাচনী ফলে হবে না! মমতাকে ভরসা দিলেন চন্দ্রবাবু

তিনি বলেন, ভোট গণনা নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে, তা কমিশনকেই সমাধান করতে হবে। ইভিএম, প্রিন্টার ও কন্ট্রোল প্যানেল নিয়ে যাবতীয় সন্দেহ দূর করতে হবে। তিনি জোর গলায় বলেন, আমরা ভোটের আগে থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি এই সমস্যার কথা। ইভিএম কারচুপি নিয়ে সরব হলেও বিরোধীদের কথার কোনও গুরুত্ব দেওয়া হয়নি।

[আরও পড়ুন:'কুছ তো দিদি কহেগি , দিদি কা কাম হ্যায় ক্যাহনা', মমতাকে চরম কটাক্ষ করে বাবুলের ঝাঁঝালো টুইট][আরও পড়ুন:'কুছ তো দিদি কহেগি , দিদি কা কাম হ্যায় ক্যাহনা', মমতাকে চরম কটাক্ষ করে বাবুলের ঝাঁঝালো টুইট]

ভোট শেষ হওয়ার আগে থেকেই বিরোধী জোটের মধ্যে সমন্বয় সাধনের কাজ শুরু করে দেন চন্দ্রবাবু নাইডু। দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক থেকে শুরু করে উত্তরপ্রদেশে মায়া-অখিলশের সঙ্গে বৈঠক, দিল্লিতে অন্য নেতাদের সঙ্গে আলোচনার পর এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এসেছেন।

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠকে বসেন। তাঁদের মধ্যে ভোট পরবর্তী পরিস্থিতি, সরকার গঠন নিয়ে আলোচনা হয়। তাঁর বিশ্বাস বিরোধীরাই এবার সরকার গড়বে, হারতে চলেছেন মোদী, যতই বুথ ফেরত সমীক্ষা দেখাক, তা বিশ্বাসযোগ্য নয়। উল্লেখ্য, বাংলার মতো অন্ধ্রপ্রদেশেও চন্দ্রবাবু নাইডু ধাক্কা খেতে চলেছেন বলে বুথ ফেরত সমীক্ষায় আভাস।

[আরও পড়ুন: যেসব বুথ ফেরত সমীক্ষা একেবারেই মেলেনি বিগত ১৫ বছরে, একনজরে পরিসংখ্যান][আরও পড়ুন: যেসব বুথ ফেরত সমীক্ষা একেবারেই মেলেনি বিগত ১৫ বছরে, একনজরে পরিসংখ্যান]

English summary
TDP chief Chandrababu Naidu assures Mamata Banerjee that exit polls will not convert in result. He meets with Mamata and invites to Delhi’s opponent meeting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X