For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুমোদন ছাড়াই রাজ্যে সেনা : আজ রাজ্যপাল সকাশে তৃণমূল বিধায়করা

রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাতে স্মারকলিপি দেওয়া হবে। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হবে, অনুমোদন ছাড়াই রাজ্যে সেনা নামিয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩ ডিসেম্বর : রাজ্যে সেনা নামানোর প্রতিবাদে আজ শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করবে তৃণমূল বিধায়কদের একটি প্রতিনিধি দল। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাতে স্মারকলিপি দেওয়া হবে। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হবে, অনুমোদন ছাড়াই রাজ্যে সেনা নামিয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।

গতকালই বিধানসভা থেকে রাজভভন পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল বিধায়করা। রাজভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে ধরনায় সামিল হন তাঁরা। এরপর পার্থবাবু রাজভবনে গিয়ে রাজ্যপালের অনুপস্থিতিতে তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। তখনই স্থির হয় আজ রাজ্যপালের সঙ্গে আলোচনার দিনক্ষণ। পার্থবাবুরা রাজ্যপালের সঙ্গে আলোচনার পর সেনা মোতায়েনের বিরুদ্ধে ক্ষোভ সম্বলিত স্মারকলিপি তুলে দেবেন রাজ্যের সাংবিধানিক প্রধানের হাতে।

অনুমোদন ছাড়াই রাজ্যে সেনা : আজ রাজ্যপাল সকাশে তৃণমূল বিধায়করা

রাজ্যের টোল প্লাজাগুলিতে গত দু'দিন ধরে সেনা নামিয়ে তথ্য-তালাশ চালানো হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে অন্ধকারে রেখে এই কাজ করায় মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাতভর নবান্নে কাটান। শুক্রবার রাতের মধ্যে অধিকাংশ টোলপ্লাজা থেকে সেনা সরে যাওয়ায় ৩০ ঘণ্টা নবান্নে কাটানোর পর বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী।

পার্থবাবু বলেন, নোটকাণ্ডে প্রতিবাদে সামিল হওয়াতেই সেনা নামিয়ে ভয় দেখানোর চেষ্টা চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা সেনাদের সম্মান করি। কিন্তু সেনাদের যদি বেআইনি কাজে ব্যবহার করে সরকার তার নিন্দাও করি।'

English summary
Without the approval of State Government deployed troop. Trinamool Congress MLAs will meet with Governor Kesharinath Tripathi today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X