For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসএফআই-এর হাতে হেনস্থার অভিযোগ! যাদবপুরে বাবুল তুললেন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাধার মুখে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে, তিনি সেখানে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাধার মুখে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে, তিনি সেখানে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। কে পি রায় মেমোরিয়াল হলে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের এসএফআই সমর্থিত ছাত্ররা। বাবুল সুপ্রিয়কে গোব্যাক স্লোগান দিতে শোনা যায়।

এসএফআই-এর হাতে হেনস্থার অভিযোগ! যাদবপুরে বাবুল তুললেন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা

এসএফআই-এর বিক্ষোভের মুখে পড়ে বাবুল সুপ্রিয় নিজেই বিরোধী ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ছাত্ররা কেন তৃণমূলের মতো আচরণ করছে। তাঁদের নেতা তো বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় ছাত্রদের তরফে জানানো হয়, তাঁরা বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান করেন।

সূত্রের খবর অনুযায়ী,খবর পেয়েই ঘটনাস্থলে যান উপচার্য ও সহ উপাচার্য। তাঁরা বাবুল সুপ্রিয়কে অনুরোধ করেন তাঁদের ঘরে যাওয়ার জন্য।

[ রাজীব কুমার ইস্যু কি আলোচনায় এল? সাংবাদিকদের প্রশ্নে ফের 'স্পিকটি নট' মমতা][ রাজীব কুমার ইস্যু কি আলোচনায় এল? সাংবাদিকদের প্রশ্নে ফের 'স্পিকটি নট' মমতা]

অনেক আগে থেকেই এদিন যাদবপুরে বিক্ষোভ শুরু হয়। পৌনে তিনটে নাগাদ বাবুল সুপ্রিয় তিননম্বর গেট দিয়ে প্রবেশ করে হাঁটতে শুরু করেন, কে পি রায় মেমোরিয়াল হলের উদ্দেশে। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। তাঁকে কালো পতাকা দেখানো হয়। চুলে হাত দেওয়ার পাশাপাশি জামা ধরেও টানা হয়। বাবুল সুপ্রিয়র সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সরিয়ে দিতে চেষ্টা করে। সেই সময় উত্তেজনা আরও বাড়ে। একটা সময় মাটিতে পড়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়ে দেন অনুষ্ঠানে যোগ দিয়েই ফিরবেন।

[ রাজীব কুমারের ফোন নম্বরের খোঁজ শুরু সিবিআই-এর! কলকাতা জুড়ে তল্লাশিতে দাপুটে অফিসাররা ][ রাজীব কুমারের ফোন নম্বরের খোঁজ শুরু সিবিআই-এর! কলকাতা জুড়ে তল্লাশিতে দাপুটে অফিসাররা ]

English summary
Central Minister Babul Supriyo allegedly hackled by SFI members in Jadavpur University. He wentthere to join a programme called by ABVP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X