For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিবার ভোরেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, প্রথমেই নজর কেষ্টার গড়ে

জানা যাচ্ছে, শনিবার ভোরেই বাংলার পা রাখছে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের দাবি ছিল, ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসুক বাংলায়।

  • |
Google Oneindia Bengali News

ভোটের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে, চলতি মাসের শেষেই হয়তো বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। কিন্তু তার আগেই বাংলায় পা রাখছে কেন্দ্রীয় বাহিনী।

জানা যাচ্ছে, শনিবার ভোরেই বাংলার পা রাখছে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের দাবি ছিল, ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসুক বাংলায়। এরিয়া ডোমিনেশনের কাজ শুরু হোক। এই অবস্থায় বিরোধীদের দাবি মেনেই কার্যত ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়।

কেষ্টার গড়েই রুটমার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী

কেষ্টার গড়েই রুটমার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী

জানা যাচ্ছে, শনিবার ভোরে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। বীরভূম অর্থাৎ অনুব্রত মন্ডলের জেলাতেই প্রথম কেন্দ্রীয় বাহিনী পা রাখছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। রবিবার থেকেই বীরভূমের বিভিন্ন জায়গায় এরিয়া ডোমিনেশনের কাজ এই বাহিনী শুরু করবে বলে জানা গিয়েছে। বিশেষ করে স্পর্শকাতর জায়গাগুলিতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী চালাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাশাসককে এই বিষয়ে অবহিত করা হয়েছে।

চলতি মাসের মধ্যেই বাংলায় ১২৫ কোম্পানি বাহিনী

চলতি মাসের মধ্যেই বাংলায় ১২৫ কোম্পানি বাহিনী

শনিবার এক কোম্পানি বাহিনী বীরভূমে আসলেও আগামী তিনদিনের মধ্যে আরও পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে বাংলায়। কমিশন সূত্রের খবর, চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির মাসের শেষ হওয়ার আগেই মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী বাংলায় আসবে বলে জানা গিয়েছে। মুলত যে সমস্ত স্পর্শকাতর জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে রুট মার্চ বাহিনী শুরু করবে বলে খবর। বিরোধীদের দাবি মেনেই ১০০ কোম্পানির বেশি বাহিনীকে চলতি মাসেই বাংলায় পাঠাচ্ছে কমিশন।

 স্যানিটাইজেশন-ভ্যাকসিন নিশ্চিত করতে হবে রাজ্যকে

স্যানিটাইজেশন-ভ্যাকসিন নিশ্চিত করতে হবে রাজ্যকে

ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে বাহিনী যে জায়গায় থাকবে সেখানগুলিকে পর্যাপ্ত স্যানিটাইজেশন করতে হবে। মাস্ক, স্যানিটাইজার দিতে হবে বাহিনীকে। এছাড়াও, যে জায়গায় বাহিনী থাকবে সেখানে সোশ্যাল ডিসটেন্স অবশ্যই রাখতে হবে বলে ইতিমধ্যে নির্দেশ মন্ত্রকের। করোনার ভ্যাকসিন দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশিকা মন্ত্রক পাঠিয়েছে বলে সূত্রের খবর।

৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য, সূত্র

৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য, সূত্র

চলতি মাসে ১২৫ কোম্পনি বাহিনী মোতায়েন করা হলেও, পর্যায় ক্রমে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে। তবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে কমিশনের তরফে এখনও কোনও সরকারি তথ্য জানানো হয়নি। নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্য সরকারই তার প্রাথমিক হিসেবে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। যদিও কলকাতা সফরের সময়ে কমিশনের ফুল বেঞ্চ জানিয়েছে, রাজ্য যা চেয়েছে, তত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী না-ও মিলতে পারে। প্রসঙ্গত, শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সঙ্গে আরও চারটি রাজ্যে বিধানসভা ভোট হবে। ফলে বাহিনী কত পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

৭৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছিল

৭৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছিল

তবে ২০১৯-এর লোকসভা ভোটে ৭৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছিল। সেই সময়ে বুথের সংখ্যা ছিল ৭৮ হাজার। তবে সব ক'টি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো সম্ভব হয়নি। এ বার করোনা পরিস্থিতির কারণে বুথ বেড়ে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৯০টি। বিরোধীরা সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি জানিয়েছে। সেক্ষেত্রে আদৌও তা সম্ভব রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।

English summary
Central forces will be deployed in West Bengal ahead of assembly polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X