For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই-এর ক্লাস ১০ ও ১২-এর রেজাল্ট জানা এবার আরও সহজ, কোথায়, কীভাবে বিস্তারিত জেনে নিন

google.com থেকেই সরাসরি ২০১৮ সালের সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল জানা যাবে। ফলে শুধুমাত্র গুগলের হোমপেজে লগইন করেই ছাত্রছাত্রীরা দ্রুত তাদের স্কোর চেক করতে পারবেন।

Google Oneindia Bengali News

google.com থেকেই সরাসরি ২০১৮ সালের সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল জানা যাবে। ফলে শুধুমাত্র গুগলের হোমপেজে লগইন করেই ছাত্রছাত্রীরা দ্রুত তাদের স্কোর চেক করতে পারবেন বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।

সিবিওএসই-এর ক্লাস ১০ ও ১২-এর রেজাল্ট এবার গুগলে

ছাত্রছাত্রীদের জন্য তো বটেই বোর্ড এবং বোর্ড কর্তৃপক্ষের জন্যও এ এক নতুন অভিজ্ঞতা। এতদিন পর্যন্ত সিবিএসই ক্লাস ১০ ও ১২ এর ফলাফল শুধুমাত্র নিজেদের সরকারি ওয়েবসাইট, cbse.nic.in ও cbseresults.nic.in -এই প্রকাশ করতো। তবে ওয়েবসাইটগুলির সীমিত পরিকাঠামোয়, একসঙ্গে সারা দেশের বহু ছাত্রছাত্রী লগ ইন করলে অনেকসময়ই সাইটগুলি জ্যাম হয়ে যেত বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে দীর্ঘক্ষণ চেষ্টা করেও সাইটগুলি খোলা যেত না। ফলে, সম্সযায় পড়তেন ছাত্রছাত্রীরা। কিন্তু গুগলের উন্নত পরিকাঠামোয় সাইট জ্যাম হওয়ার সম্ভাবনা নেই। কাজেই এ ব্যবস্থায় ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে দাবি সেন্ট্রাল বোর্ডের।

এখন পর্যন্ত, ভারতের আর কোনও পরীক্ষার বোর্ড-এ এই ধরনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চালু নেই। এ ব্যপারে সিবিএসই-ই প্রথম গুগলের সঙ্গে গাঁটছড়া বেধেছে। বোর্ডের সিনিয়র পাবলিক রিলেশনস অফিসার রাম শর্মা বলেন, "একটি সহজ এবং সুরক্ষিত প্ল্যাটফর্মের মাধ্যমে ফলাফলের প্রকাশের লক্ষ্যেই আমরা গুগলের সঙ্গে হাত মিলিয়েছি'। তিনি আরও জানান, ফল সংক্রান্ত যাবতীয় তথ্য যাতে নিরাপদে থাকে এবং তা শুধু ফলাফল প্রদর্শনের উদ্দেশ্যেই ব্যবহৃত হয় এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য এই বৈশিষ্ট্য কার্যকর থাকে তা নিশ্চিত করতে গুগল এবং বোর্ড দুইপক্ষই সক্রিয় রয়েছে।

কিভাবে গুগলে সিবিএলই ক্লাস ১০ এবং ক্লাস ১২ এর ফলাফল জানবেন ছাত্ররা?
প্রথমে google.com ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
এরপর সার্চ-এর জায়গায় সিবিএসই ১২, ১০ রেজাল্ট ২০১৮ টাইপ করতে হবে।
এরপর সিবিএসই ১২ রেজাল্ট ২০১৮ ও সিবিএসই ১০ রেজাল্ট ২০১৮ বলে দুটি অপশন দেওয়া হবে। উপযুক্ত অপশনটি বাছলে একটি নতুন উইন্ডো খুলবে।
সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে (বা অন্য কোনও পরীক্ষা সংক্রান্ত তথ্যও চাওয়া হতে পারে)
এরপর আরেকটি উইন্ডো খুলবে, সেখানে 'চেক এক্সাম রেজাল্টস'-এ ক্লিক করলেই স্ক্রিনে ফলাফল চলে আসবে

তবে আগের মতো সিবিএসই-র সরকারি ওয়েবসাইট, cbse.nic.in ও cbseresults.nic.in -এও ফল প্রকাশ করা হবে। চাইলে ছাত্ররা এই ওয়েবসাইট দুটিতে গিয়েও ফল দেখতে পারবেন।

English summary
The results of class10 and 12 of CBSE Board can be checked directly from google.com. As a result, students can quickly check their scores by just logging in to Google's homepage, said the Central Board of Secondary Education.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X