For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অকল্পনীয় দুর্নীতি, যা মানুষকে শিহরিত করবে', টেট কেলেঙ্কারিতে হাইকোর্টকে জানাল CBI

মুখবন্ধ খামে দুটি রিপোর্ট পেশ করল সিবিআই। TET দুর্নীতির মামলাতেও তদন্ত করছে সিবিআই। আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টেট নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। সেখানেই সিবিআইয়ের তরফে মুখবন্ধ খামে দুটি রিপো

  • |
Google Oneindia Bengali News

মুখবন্ধ খামে দুটি রিপোর্ট পেশ করল সিবিআই। TET দুর্নীতির মামলাতেও তদন্ত করছে সিবিআই। আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টেট নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। সেখানেই সিবিআইয়ের তরফে মুখবন্ধ খামে দুটি রিপোর্ট পেশ করা হয়।

টেট কেলেনঙ্কারিতে হাইকোর্টকে জানাল CBI

আর তা জমা দিয়ে সিবিআইয়ের দাবি, টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগে অকল্পনীয় দুর্নীতি হয়েছে। যা সাধারণ মানুষকে শিহরিত করে দেবে বলেও মন্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ''বিস্ময়কর"। কার্যত অবাকই হয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, আগে শুনানিতে একের পর এক নিয়োগ নিয়ে দুর্নীতি সামনে এসেছে। এমনকি টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের তদন্তেও দুর্নীতির বিষয়টি সামনে আসে। আর এরপরেই সিবিআই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

সেখানে সিবিআইয়ের তরফে এই রিপোর্ট জমা দিলেও তাতে কি বলা হয়েছে তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে সিবিআইয়ের তরফে কিছু মাত্র তথ্য সামনে আনা হয়। আর সেটাই চমকে দেওয়ার মতোই। সিবিআই জানায়, সুনির্দিষ্ট পথে তদন্ত এগোচ্ছে। এমনকি তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও এদিন আদালতকে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুধু তাই নয়, আর তা বলতে গিয়েই সিবিআইয়ের আইনজীবী জানান, পরীক্ষাই দেননি অথচ নিয়োগপত্র পেয়েছেন এমন তথ্য পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, দুর্নীতিএ একেবারে রন্ধ্রে পৌঁছে গিয়েছে বলেও মত তদন্তকারী সংস্থার। শুধু তাও নয়, ব্যাপক অনিয়ম তো হয়েছেই! অকল্পনীয় দুর্নীতি হয়েছে যা সাধারণ মানুষকে শিহরিত করে দেবে বলেও বিচারপতি গঙ্গেপাধ্যায়ের বেঞ্চকে জানায় সিবিআই।

অন্যদিকে এদিন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ১০ জন ঘনিষ্টের চাকরি পাওয়ার প্রসঙ্গ আদালতে আলোচনা হয়। সেখানে আদালতের নির্দেশ, আগামী ১৭ ই অক্টোবর বিকাল চারটের সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যাবেন মামলকারির দুই আইনজীবী। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ১০ জন ঘনিষ্ট ব্যক্তির নথি পরীক্ষা করে দেখবেন তাঁরা।

আগামী ৪ ঠা নভেম্বর ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সিঙ্গল বেঞ্চ। সেদিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত পরবর্তী রিপোর্ট পেশ করা হবে।

অন্যদিকে বলে রাখা প্রয়োজন, গত ২০ শে জুন আদালতে পেশ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু নথির ফরেনসিক রিপোর্ট এবং আরেকটি স্ট্যাটাস রিপোর্টও আদালতে জমা পড়েছে এদিন। তবে নথিগুলির বয়স সম্পর্কে নির্দিষ্ট কিছু ফরেন্সিক ল্যাব জানাতে পারেনি বলেও এদিন জানায় সিবিআই। উল্লেখ্য, পাঁচ বছর আগের কাগজ এখনও নতুন কী ভাবে? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। আর এরপরেই ফরেন্সিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

UPI -এর সঙ্গে যুক্ত করা যাবে RuPay ক্রেডিট কার্ড! কারা এই সুবিধা পাবেন? UPI -এর সঙ্গে যুক্ত করা যাবে RuPay ক্রেডিট কার্ড! কারা এই সুবিধা পাবেন?

English summary
CBI told in Calcutta High Court that TET Scam is unbelievable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X