For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার আঁকা ছবি সিবিআই স্ক্যানারে! লোকসভার আগেই আদালতে পেশের সম্ভাবনা

তল্লাশিতে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া মুখ্যমন্ত্রীর আঁকা দু ডজনের বেশি ছবি খতিয়ে দেখতে চায় সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

তল্লাশিতে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া মুখ্যমন্ত্রীর আঁকা দু ডজনের বেশি ছবি খতিয়ে দেখতে চায় সিবিআই। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশেষ করে এইসব ছবির মূল্য খতিয়ে দেখতে আলাদা একটি দল গঠন করা হচ্ছে। এবিষয়ে রিপোর্ট পাওয়ার পর তা এভিডেন্স অ্যাক্টের আওতায় আদালতে পেশ করা হবে।

মমতার ছবি কিনেছিলেন যাঁরা

মমতার ছবি কিনেছিলেন যাঁরা

বিভিন্ন সময়ে অবৈধ আর্থিক সংস্থার মালিকরা মুখ্যমন্ত্রীর এই ছবি কিনেছিলেন। প্রতিটি ছবির মূল্যায়ন করার পর এসম্পর্কে একটি রিপোর্ট জমা দেওয়া হবে।
ছবিগুলির বাজার মূল্যের সঙ্গে অবৈধ আর্থিক সংস্থাগুলির দেওয়া মূল্য তুলনা করে দেখা হবে বলে জানা গিয়েছে। অবৈধ আর্থিক সংস্থাগুলি মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তার বদলে টাকা দিয়েছিলেন তৃণমূলের তহবিলে।

(ছবি সৌজন্য: ফেসবুক)

আদালতে পেশ হবে মূল্যায়ন রিপোর্ট

আদালতে পেশ হবে মূল্যায়ন রিপোর্ট

সিবিআই সূত্রে খবর, ছবিগুলির মূল্যায়ন রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। তৎকালীন বাজার মূল্যের সঙ্গে, যে মূল্য ছবিগুলি কেনা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য থাকবে এই রিপোর্টে। আদালতে এভিডেন্স অ্যাক্টের অধীনে মূল্যায়ন রিপোর্টকে বিবেচনা করা হবে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা প্রায় ২৫ টি ছবি রয়েছে সিবিআই-এর হাতে। যেগুলি বিভিন্ন অবৈধ আর্থিক প্রতিষ্ঠানের মালিকরা কিনেছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, ছবিগুলির মূল্যায়নের জন্য বিশেষজ্ঞদের তালিকা পাঠানো হয়েছে সিবিআই-এর সদর দফতরে। যার অনুমতি শীঘ্রই আঞ্চলিক সিবিআই দফতরে চলে আসবে বলে অনুমান।

তদন্তকারীদের দাবি

তদন্তকারীদের দাবি

তদন্তকারীদের দাবি, ছবিগুলির বিনিময়ে যে টাকা তৃণমূলের তহবিলে গিয়েছিল তা বিনিয়োগকারীদের টাকা।
এরইমধ্যে শুক্রবার সারদা নিয়ে সিবিআই তাদের সপ্তম সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের পত্নী নলিনী চিদাম্বরমের নাম রয়েছে। ২০১০ থেকে ১২ সালের মধ্যে সারদা কর্ণধার সুদীপ্ত সেন ১.৪ কোটি টাকা নলিনী চিদাম্বরমকে দিয়েছিলেন বলে অভিযোগ।

English summary
CBI team to evaluate Mamata Banerjee's paintings before loksabha election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X