For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতে তোলার আগে নয়া 'রণকৌশল' সিবিআইয়ের! হুমকি প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত

বুধবার ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। আজ মঙ্গলবারই শেষ হচ্ছে তৃণমূল নেতার সিবিআই হেফাজত। আসানসোল আদালতে তোলার আগে কিছুটা রণকৌশল পরিবর্তন করল সিবিআই। বুধবার সকালে নয়, আজ মঙ্গলবার সন্ধ্যাতেই অনুব্রত মণ্ডলের শারীরিক প

  • |
Google Oneindia Bengali News

বুধবার ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। আজ মঙ্গলবারই শেষ হচ্ছে তৃণমূল নেতার সিবিআই হেফাজত। আসানসোল আদালতে তোলার আগে কিছুটা রণকৌশল পরিবর্তন করল সিবিআই। বুধবার সকালে নয়, আজ মঙ্গলবার সন্ধ্যাতেই অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করিয়ে নিলেন তদন্তকারী আধিকারিকরা।

বুধবার ভোরেই অনুব্রতকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন তদন্তকারীরা। কিন্তু তদন্তকারীদের দীর্ঘ জেরাতেও ভেঙে পড়েননি তৃণমূলের বেতাজ বাদশা।

দফায় দফায় জেরা

দফায় দফায় জেরা

বুধবার আর জেরা করা যাবে না। আর তাই আজ মঙ্গলবার দফায় দফায় জেরা করা হল অনুব্রত মণ্ডলকে। একাধিক নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন জেরা কয়রা হয়েছে তাঁকে। তবে সিবিআই সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন কেষ্ট। যদিও প্রথমদিন থেকেই অনুব্রত মণ্ডল সহযোগিতা করছে না বলে অভিযোগ সিবিআইয়ের। তবে বুধবার আদালতে তোলার আগে আজ মঙ্গলবার সিবিআইয়ের কাছে ছিল বড় চ্যালেঞ্জের একটা দিন। আর তাই সকাল থেকে বেনামি-নামে থাকা সম্পত্তির খোঁজে কখনও রেজিস্টার অফিস তো আবার কখনও ব্যাংকে ছুটে গিয়েছেন তদন্তকারীরা।

দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি?

দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি?

মঙ্গলবার সকাল থেকে অন্তত ছয় ঘন্টা রেজিস্টার অফিসে তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। আর এই দীর্ঘ তল্লাশিতে অনুব্রত কন্যার মেয়ের নামে নতুন করে জমির খোঁজ পেয়েছেন। এমনকি ঘনিষ্ঠদের নামেও বেশ কিছু জমি কেনার তথ্য হাতে এসেছে বলেই খবর। পাশাপাশি গত দুদিন ধরে ব্যাংকে তল্লাশি চালিয়েও বেশ কিছু তথ্য পেয়ছেন বলেই খবর। গিতকাল সোমবারের পর আজ মঙ্গবারও অ্যাক্সিস ব্যাঙ্কের শাখাতে তল্লাশি চালিয়েছে সিবিআই। সব মিলিয়ে সিবিআইয়ের তরফে চরম প্রস্তুতি।

যেভাবেই হোক জামিন ঠেকাবে সিবিআই

যেভাবেই হোক জামিন ঠেকাবে সিবিআই

প্রভাবশালী তত্ত্বে আগের বার জামিন ঠেকিয়ে দেয় সিবিআই। কিন্তু এবার আইনি লড়াইটা বেশ কঠিন হতে পারে। আর তা বুঝেই একেবারে অনুব্রতর বিরুদ্ধে একটা শক্ত প্রমাণ খুঁজতে একেবারে মরিয়া হয়ে পড়েন তদন্তকারী আধিকারিকরা। আর সেই লক্ষ্যেই এদিন দিনভর দফায় দফায় জেরা এবং তল্লাশি চালিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। তবে পালটা অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফেও প্রস্তুতি রয়েছে বলে খবর। তবে গতবার অনুব্রতের আইনজীবীরা আগে জামিনের আবেদন দিয়েছিলেন। সেটা ঠেকাতে নির্দিষ্ট সময়েই আদালতে অনুব্রতকে তুলবে সিবিআই। তবে দীর্ঘ সিবিআই হেফাজতে থাকলেই অনুব্রত আছেন তাঁর মতোই। সেই গাম্ভীর্য এবং তেজ ধরা পড়ল ক্যামেরাতে। বিচারপতিকে হুমকি প্রসঙ্গে অনুব্রতের দাবি, এটা বিজেপি করিয়ছে।

English summary
CBI takes new strategy before production of Anubrata Mondal in CBI court tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X