For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চূড়ান্ত হল রাজীব কুমারকে জেরার দিন, শিলঙে-র ঠান্ডা-তে কি কমবে জেরার উত্তাপ

অবশেষে চূড়ান্ত হল রাজীব কুমার-কে জেরার দিন। ৯ ফেব্রুয়ারি শিলঙে-র ঠান্ডা আবহাওয়ায় জেরা করা হবে কলকাতা পুলিশের কমিশনারকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন শিলঙের ঠান্ডায় দু'পক্ষই ঠান্ডা থাকবেন।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

অবশেষে চূড়ান্ত হল রাজীব কুমার-কে জেরার দিন। ৯ ফেব্রুয়ারি শিলঙে-র ঠান্ডা আবহাওয়ায় জেরা করা হবে কলকাতা পুলিশের কমিশনারকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন শিলঙের ঠান্ডায় দু'পক্ষই ঠান্ডা থাকবেন। কিন্তু, এই জেরার আদৌ কুল-কুল হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। কারণ, রাজীব কুমারকে জেরা করার সুযোগ পেতেই যেভাবে সিবিআই কোমর বেঁধে নামছে তাতে এমনই বোধ হচ্ছে।

রাজীব জেরায় দিন-ক্ষণ চূড়ান্ত সিবিআই-এর

বৃহস্পতিবার দিনভর-ই রাজীব কুমারকে জেরার বিষয়টি নিয়ে পারদ চড়েছে। তারমধ্যে সমানে যেভাবে সিবিআই-এর প্রস্তুতির খবর মুহূর্তে মুহূর্তে এসেছে তাতে উত্তেজনার পারদ দফায় দফায় চড়েছে। এখন পর্যন্ত যা খবর তাতে দিল্লি থেকে সিবিআই-এর ১০ অফিসার শুক্রবারই কলকাতায় পা রাখতে চলেছেন। এরা বিশেষভাবে জেরা করতে ওস্তাদ বলেই সিবিআই-এর অন্দরমহলে খ্যাতি আছে। রাজীর কুমার একজন দুঁদে পুলিশ অফিসার শুধু নন তাংর ক্ষুরধার বুদ্ধি সর্বজন বিদিত। সুতরাং, চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে কলকাতা পুলিশের এই দুঁদে পুলিশ অফিসারকে জেরা করতে কোনও ফাঁক রাখতে রাজি নয় সিবিআই। যেভাবেই হোক তাঁরা বাগে পেয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত এই পুলিশ অফিসার-কে ছাড়তে রাজি নয়।

এখন পর্যন্ত যা খবর তাতে রাজীব কুমারকে জেরা করার জন্য মোট ২৫টি প্রশ্ন তৈরি করা হচ্ছে। যার মধ্যে থাকছে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে উদ্ধার হওয়া ল্যাপটপ, পেন ড্রাইভ কোথায় গেল? হার্ড ডিস্কগুলো কোথায় গেল? কেন ফরেনসিক রিপোর্ট নেই?-সহ এমন কিছু প্রশ্ন যা নিয়ে বারবার সিবিআই রাজীব কুমারকে অপরাধের কাঠগড়ায় দাঁড়় করিয়েছে। এমনকী, তাঁকে জেরার দলে এমন কিছু অফিসারকে রাখা হচ্ছে যারা সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ওতপ্রোতভাবে জড়়িত ছিলেন। চিটফান্ডের এমন কিছু অভিযুক্তের সামনে বসিয়ে রাজীব কুমারকে জেরা করারও সম্ভাবনা রয়েছে। সিবিআই সূত্রে খবর সারদা চিটফান্ডে কুণাল ঘোষ-সহ পাঁচ অভিযুক্তকেও শিলঙে ডেকে পাঠানো হচ্ছে। সেখান তাঁদেরর সামনে রাজীব কুমারকে বসিয়ে জেরা করা হবে।

সিবিআই অফিসারদের ২০ তারিখ পর্যন্ত কলকাতায় থাকার কথা। ওই দিনই আবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সিবিআই-এর দায়ের করা মামলার। এই মামলা রাজীব কুমারের বিরুদ্ধে দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে ১০ জনের দলটি শুক্রবার কলকাতায় এসে পৌঁচ্ছছে তাতে ৩ জন পুলিশ সুপার পদমর্যাদার অফিসার, ৪ জন সহকারী পুলিশ-অফিসার পদমর্যাদার অফিসার থাকছেন।

English summary
At last the date of Rajeev Kumar interrogation is finalized by CBI. They summoned Rajeev Kumar on 9th February in Shillong.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X