For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে সারদা-নারদা-রোজভ্যালি মামলায় নাড়া সিবিআই-এর! নেওয়া হচ্ছে যেসব পদক্ষেপ

Google Oneindia Bengali News

সারদা-নারদা-রোজভ্যালি মামলা নিয়ে ফের তোড়জোড় সিবিআই-এর। মঙ্গলবার সন্ধেয় কলকাতায় আসছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। কথা বলার জন্য তলব করা হয়েছে এই সব প্রতারণা মামলার সঙ্গে যুক্ত তদন্তকারী আধিকারিকদের। মামলাগুলির স্টেটাস রিপোর্ট আনতে বলা হয়েছে তদন্তকারী অফিসারদের।

অবশেষে সারদা-নারদা-রোজভ্যালি মামলায় নাড়া সিবিআই-এর! নেওয়া হচ্ছে যেসব পদক্ষেপ

মোদী সরকারের চার বছর পূর্তি উৎসব হয়ে গিয়েছে। এখন সামনে লোকসভা নির্বাচন। রাজ্যে শাসকদলের বিরুদ্ধে যেসব মামলা নিয়ে বিরোধীরা শোরগোল তুলেছিলেন, তার মধ্যে সারদা-নারদা-রোজভ্যালি উল্লেখযোগ্য। সেই মামলাগুলি নিয়ে মমতা-মোদীর সমঝোতার অভিযোগ তুলেছিল রাজ্যের বাম-কংগ্রেস। বিজেপির তরফেও মামলাগুলি নিয়ে দিল্লিতে দরবার করা হয়েছিল। এবার সেই সব পরিস্থিতি জানতে কলকাতায় আসছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা।

বুধবার সকাল নটায় নিজাম প্যালেসে সারদা-নারদা-রোজভ্যালি-র তদন্তকারী আধিকারিকদের তলব করা হয়েছে। কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে তদন্তের দায়িত্বে থাকা অফিসার, জয়েন্ট ডিরেক্টর ও ডিআইজি পদমর্যাদার অফিসারদের।

একজন স্পেশাল ডিরেক্টর পর্যায়ের অফিসার এই ধরনের বৈঠক এর আগে করেননি। ফলে এই বৈঠকের গুরুত্ব অপররিসীম।

আগামি দিনে এই মামলাগুলিতে কী ভাবে এগনো হবে, তা সম্পর্কে পরিষ্কার জানা যাবে বলেই মনে করেছেন তদন্তকারীদের একাংশ।

এই খবর পাওয়ার পরেই অবশ্য তাদের বক্তব্য এড়িয়ে গিয়েছেন এইসব মামলায় অভিযুক্ত তৃণমূল নেতারা।

English summary
CBI special Director Rakesh Asthana scheduled to visit Kolkata to gear up several cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X