For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা-রোজভ্যালির চূড়ান্ত চার্জশিট কবে! যা বললেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর

এবছরেই শেষ করতে হবে সারদা-রোজভ্যালির তদন্ত। তদন্তকারী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা।

  • |
Google Oneindia Bengali News

এবছরেই শেষ করতে হবে সারদা-রোজভ্যালির তদন্ত। তদন্তকারী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। বুধবার সকাল থেকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দুদফায় প্রায় চারঘণ্টা বৈঠক করেন তিনি। কাজ শেষ করে এদিন দিল্লি ফিরে গিয়েছেন রাকেশ আস্থানা।

সারদা-রোজভ্যালির চূড়ান্ত চার্জশিট কবে! যা বললেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর

সারদা-রোজভ্যালির তদন্তে চূড়ান্ত চার্জশিট দেওয়ার জন্য যা যা দরকার করুন। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। প্রয়োজনে তদন্তকারী দলে আরও অফিসার নিয়োগ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার এগারোটা থেকে হওয়া বৈঠকে রাকেশ আস্থানা সব থেকে বেসি সময় ব্যয় করেন সারদা-রোজভ্যালি নিয়ে। সব কেস ডায়েরি খুঁটিয়ে দেখেন তিনি। তাড়াতাড়ি ট্রায়াল শুরু করার জন্য সুপারভাইসিং অফিসারদের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তের প্রয়োজনে অভিযুক্তদের আবারও জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন রাকেশ আস্থানা। তবে দিল্লি ফিরে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের কাছে কোনও কথাই তিনি বলেননি।

বুধবার সকালে কলকাতার নিজাম প্যালেসের ১৫ তলার কনফারেন্স হলে বৈঠক শুরু হয়। দুদফায় এই বৈঠক চলে প্রায় ৪ ঘণ্টা ধরে। সব মিলিয়ে ২৮ থেকে ৩০ জন আধিকারিক বুধবারের বৈঠকে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। এদিন বিএসএফ-এর এসকর্ট করা গাড়িতে করে নিজাম প্যালেসে যান সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর।

English summary
CBI special Director Rakesh Asthana orders to conclude Saradha-Rosevalley cases within this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X