For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের! দুর্নীতির তথ্য মেলাতে দুই 'প্রাক্তন সহযোগীকে মুখোমুখি বসিয়ে CBI জেরা

পার্থ চট্টোপাধ্যায়কে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে পাওয়ার পরেই তৎপর সিবিআই। আপাতত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ কমিটির রিপোর্টকে হাতিয়ার করেই এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয়

  • |
Google Oneindia Bengali News

পার্থ চট্টোপাধ্যায়কে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে পাওয়ার পরেই তৎপর সিবিআই। আপাতত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ কমিটির রিপোর্টকে হাতিয়ার করেই এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো এদিন শান্তিপ্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে।

দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ

দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ

আদালতে সিবিআই জানিয়েছে, ২০১৬-র এসএসসির নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তিনি বারে বারে বলছেন, নিয়োগ সম্পর্কে কিছু জানতেন না তিনি। সেব্যাপারে এসপি সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করে তথ্য মিলিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে তারা পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বয়ান মিলিয়ে দেখবে। তারপরেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। কেননা সিবিআই ক্রসচেক করে জানতে চায় এই তদন্তে কে সত্য আর কে মিথ্যা বলছে।

সিবিআই-এর স্ট্র্যাটেজি

সিবিআই-এর স্ট্র্যাটেজি

সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসি দুর্নীতির অপর দুই মাথা শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কথা বের করতে স্ট্র্যাটেজি নিয়েছে সিবিআই। সেক্ষেত্রে একই প্রশ্ন মালা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরে উভয়ের উত্তর খতিয়ে দেখা হবে। বয়ানে অসঙ্গতি থাকলে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।
কেননা শুক্রবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা দাবি করেছিলেন এসএসসি একটি স্বয়ংশাসিত সংস্থা। এক্ষেত্রে মন্ত্রী কিছুই জানতেন না। আর অন্যদিকে যে দুর্নীতির কথা বলা হচ্ছে তাও তাঁর গোচরে ছিল না।
অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবীরা দাবি করছেন, যে সইয়ের কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা স্ক্যান করা। আর এসএসসির নিয়োগ প্রক্রিয়া থেকে কাউন্সেলিং এবং অফার লেটার দেওয়ার মধ্যেও তিনি ছিলেন না।

নিয়োগের সুপারিশ কার

নিয়োগের সুপারিশ কার

সিবিআই জানতে চাইছে যে ৪০০ জনের নিয়োগ হয়েছিল, তা কার সুপারিশে হয়েছিল। সেই সুপারিশ কে করেছিলেন, তার মূলে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অযোগ্যদের নিয়ে যে তালিকা তৈরি করা হয়েছিল, তা কে বা কারা পাঠিয়েছে, তা দেখতে চায় সিবিআই। সেব্যাপারে এসপি সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের থেকে জানতে চায় সিবিআই।

সিবিআই হেফাজতে প্রথম রাতেই বেকায়দায় পার্থ

সিবিআই হেফাজতে প্রথম রাতেই বেকায়দায় পার্থ

সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে নিজাম প্যালেসের এসএসও বিল্ডিং-এ। পাশাপাশি দুই গেস্টরুমে রাখা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁকে সারা দিনে ২৮ রকমের ওষুধ খেতে হয়। তিনি কোন ওষুধ কখন খান, তা সিবিআই-এর কাছে স্পষ্ট নয়। অন্যদিকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী চিকিৎসায় যে বিশেষ মেশিন ব্যবহার করা গ , সেই মেশিনের পরিচালক শুক্রবার অনুপস্থিত থাকায় বেকায়দায় পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমনটাই খবর তাঁর আইনজীবীদের সূত্রে।

নামিবিয়া থেকে আনা ৮টি চিতাকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী মোদী! 'ঐতিহাসিক' ঘটনার ভিডিও একনজরেনামিবিয়া থেকে আনা ৮টি চিতাকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী মোদী! 'ঐতিহাসিক' ঘটনার ভিডিও একনজরে

English summary
CBI questions Partha Chatterjee and Kalyanmoy Ganguly in SSC recruitment corruption case under their custody
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X