For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৫ ঘণ্টা পরও জিজ্ঞাসার শেষ নেই সিবিআইয়ের, রাজীব প্রত্যয়ী ব্যাটিং চালিয়েই যাচ্ছেন

চতুর্থ দিনের ম্যারাথন জেরা শেষ হল। তবু রেহাই মিলল না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। বুধবার ফের তাঁকে তলব করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

চতুর্থ দিনের ম্যারাথন জেরা শেষ হল। তবু রেহাই মিলল না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। বুধবার ফের তাঁকে তলব করা হয়েছে। পঞ্চম দিনেও তাঁর বয়ান রেকর্ড করা হবে। চারদিনে ৩৫ ঘণ্টা জেরা করেও সিবিআইয়ের জিজ্ঞাসার শেয হল না। এখনও জানতে চান তাঁরা। উত্তর পেতে চান অনেক অজানা প্রশ্নের।

৩৫ ঘণ্টা পরও জিজ্ঞাসার শেষ নেই সিবিআইয়ের, রাজীব প্রত্যয়ী ব্যাটিং চালিয়েই যাচ্ছেন

সিবিআই সূত্রে জানা গিয়েছে এখনও সারদা তদন্তের প্রশ্ন শেষ হল না, অপেক্ষায় আছে রোজভ্যালি সংক্রান্ত মামলার তদন্তকারীরা। তাঁরাও প্রশ্নমালা নিয়ে হাজির। জেরার চারদিন পরও তাই প্রশ্ন রয়ে যাচ্ছে রাজীবের রেহাই মিলবে কবে? সিবিআই মনে করছে ৩৫ ঘণ্টা জেরা করেও সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তাঁকে আরও জেরার প্রয়োজন। কিন্তু দুঁদে অফিসার রাজীবকে আউট করা যে এত সহজ নয়, তা এই ম্যারাথন জেরা থেকেই বোঝা যাচ্ছে।

শনিবার থেকে রাজীব কুমারকে জেরা শুরু করেছিলেন সিবিআই আধিকারিকরা। ১০ জনের টিম দফায় দফায় জেরা করে। রবিবার ও সোমবার তাঁকে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গ মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। তারপর মঙ্গলবার রাজীব কুমারকে ৯ ঘণ্টা জেরা করা হয়। এরপর সিবিআই জানিয়ে দিয়েছে বুধবারও তাঁকে জেরা করা হবে।

উল্লেখ্য, কুণাল ঘোষ বহুবার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছেন চিটফান্ড-কাণ্ডে। এদিন ফের রাজীবেক বিরুদ্ধে লিখিত অভিযোগ করে গিয়েছেন সিবিআইয়ের কাছে। তারপর কুণাল ঘোষ আর রাজীব কুমারের জবাবের বিস্তর ফারাক। সেসবও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই মনে করছে এখনও সিট সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর পেতে হবে তাদের। তাই বয়ান রেকর্ড ছাড়া আর পথ খোলা নেই, জেরা চালিয়ে যাওয়া সেই কারণেই। আর এখনও ডিফেন্স সামলে ব্যাটিং করে যাচ্ছেন দুঁদে রাজীব। ঘোল খাইয়ে ছাড়ছেন সিবিআইকেও।

English summary
CBI officials will question more to Rajeev Kumar after 35 hours. CBI will record the speech of CP of Kolkata on Wednesday at Shilong,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X