For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ তদন্ত ঢুকে পড়ল মমতার মন্ত্রিসভায়! ২ দফতরকে নোটিশ

কলকাতা পুরসভার আধিকারিকদের জেলার পর নারদ তদন্তে এবার রাজ্যের পঞ্চায়েত এবং পরিবহণ দফতরকে নোটিশ দিল সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত এবং পরিবহণ দফতরের কয়েকজন আধিকারিককে জেরা করতে চায় সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুরসভার আধিকারিকদের জেলার পর নারদ তদন্তে এবার রাজ্যের পঞ্চায়েত এবং পরিবহণ দফতরকে নোটিশ দিল সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত এবং পরিবহণ দফতরের কয়েকজন আধিকারিককে জেরা করতে চায় সিবিআই। সামনে সপ্তাহেই এই জেরা হবে বলে জানা গিয়েছে। নারদ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র শিরহাদ হাকিমকে।

নারদ তদন্ত ঢুকে পড়ল মমতার মন্ত্রিসভায়! ২ দফতরকে নোটিশ

২০১৬-র বিধানসভা ভোটের আগে বিজেপি অফিস থেকে নারদ নিউজের ভিডিও প্রকাশ করা হয়েছিল। বিতর্ক সেই সময় থেকেই। সেই ভিডিও-তে দেখা গিয়েছিল তৎকালীন পরিবহণ মন্ত্রী মদন মিত্র এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। যদিও এর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

[আরও পড়ুন:এলাকার ক্রিমিনালদের ছাড়া হয়েছে! জগদ্দলে গুলিতে মৃত্যু নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন অর্জুন][আরও পড়ুন:এলাকার ক্রিমিনালদের ছাড়া হয়েছে! জগদ্দলে গুলিতে মৃত্যু নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন অর্জুন]

ম্যাথু স্যামুয়েলের আসার দিন এই দুই মন্ত্রীর অফিসে কোন কোন রক্ষী কিংবা আধিকারিক উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতির পর বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। ঠিক এইভাবেই তদন্ত শুরু হয়েছে কলকাতা পুরসভার ক্ষেত্রেও। প্রাক্তন মেয়রের ওএসজি অম্লান লাহিড়ি-সহ দুই আধিকারিককে শুক্রবার জেরা করে সিবিআই। ম্যাথু স্যামুয়েল যেদিন কলকাতা পুরসভায় তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন, সেদিন করিডরে কে কে উপস্থিত ছিলেন, তাদের বয়ান খতিয়ে দেখে সিবিআই।

[আরও পড়ুন: কাটমানি বিতর্ক নবান্নে! নোটিশ পাঠাল অমিত শাহের মন্ত্রক][আরও পড়ুন: কাটমানি বিতর্ক নবান্নে! নোটিশ পাঠাল অমিত শাহের মন্ত্রক]

English summary
CBI notice to Panchayat and Transport Dept on Narad case. Yesterday CBI officials questions KMC officials in Narad case. CBI questions 3 officials on friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X