For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা কাণ্ডের জাল গোটাতে ফের তলবের সম্ভাবনা! তালিকায় রয়েছে যেসব নেতা-নেত্রীদের নাম

সারদা তদন্ত একেবারের চূড়ান্ত পর্যায়ে। সূত্রের খবর এমনটাই। তবে তার আগে তৃণমূল কোন প্রভাবশালী কাছে মোটা অঙ্কের টাকা পৌঁছেছিল, কিংবা পৌঁছেছিল কিনা, তা একবার যাচাই করে নিতে চায় সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

সারদা কেলেঙ্কারির তদন্ত একেবারের চূড়ান্ত পর্যায়ে। সূত্রের খবর এমনটাই। তবে তার আগে তৃণমূল কংগ্রেস কোন প্রভাবশালী কাছে মোটা অঙ্কের টাকা পৌঁছেছিল, কিংবা পৌঁছেছিল কিনা, তা একবার যাচাই করে নিতে চায় সিবিআই। তাই বেশ কয়েকজনকে আরও একবার করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা তৈরি হয়েছে। এরইমধ্যে এইসব নেতানেত্রীদের কাছে সিবিআই-এর তরফে নোটিশ পাঠানো শুরু হবে বলে জানা গিয়েছে।

মুকুল রায়

মুকুল রায়

সারদা কাণ্ডের সময় তিনি ছিলেন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি। পরে বিজেপিতে যোগ দিয়েছেন। এরমধ্যে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের লামনে পড়েছিলেন। তাঁকে ফের ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায় বলেছেন, আগে তিনি সিবিআইকে সহযোগিতা করেছেন। ডাক পেলে ফের যাবেন তিনি।

 সুব্রত বক্সি

সুব্রত বক্সি

সিবিআই সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই তৃণমূল সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সাহায্য করেছেন। তবে তাঁকে আবার ডাকা হতে পারে।

ডেরেক ও'ব্রায়েন

ডেরেক ও'ব্রায়েন

সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। আগেও তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সংসদের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি।

তমোনাশ ঘোষ

তমোনাশ ঘোষ

সূত্রের খবর অনুযায়ী, সিবিআই নোটিশ গিয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের কাছে। যদিও তমোনাশ ঘোষের তরফে জানানো হয়েছে, এখনও তিনি সিবিআই-এর নোটিশ পাননি।

দীনেশ ত্রিবেদী

দীনেশ ত্রিবেদী

দীনেশ ত্রিবেদীর কাছেও সিবিআই নোটিশ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। যদিও এসম্পর্কে দীনেশ ত্রিবেদীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: সিপিএম-এর দখলে থাকা ওয়ার্ডের কাজে কাটমানির অভিযোগ! অনুব্রত গড়ে অডিও প্রকাশে চাঞ্চল্য ][আরও পড়ুন: সিপিএম-এর দখলে থাকা ওয়ার্ডের কাজে কাটমানির অভিযোগ! অনুব্রত গড়ে অডিও প্রকাশে চাঞ্চল্য ]

[আরও পড়ুন: ভারত কি আদৌ বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নতির অর্থনীতি ছিল কোনওদিন? প্রশ্ন তুলল মার্কিন দৈনিক ][আরও পড়ুন: ভারত কি আদৌ বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নতির অর্থনীতি ছিল কোনওদিন? প্রশ্ন তুলল মার্কিন দৈনিক ]

English summary
CBI may call Several leaders of TMC on Saradha Scam. Sources said, CBI may file charge sheetbefore Puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X