For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ তদন্ত শেষ করতে তোড়জোড়! সিবিআই-এর সাহায্যে এবার মার্কিন হ্যাকার

নারদ তদন্তে এবার আমেরিকার হ্যাকারদের শরণাপন্ন হল সিবিআই। ম্যাথু স্যামুয়েলের ফোনের কোড কিংবা পাসোয়ার্ড তারা দিতে পারবে না, অ্যাপেলের তরফে এই কথা জানিয়ে দেওয়ার পর হ্যারাকদের শরণাপন্ন হয়েছে সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

নারদ তদন্তে এবার আমেরিকার হ্যাকারদের শরণাপন্ন হল সিবিআই। ম্যাথু স্যামুয়েলের ফোনের কোড কিংবা পাসোয়ার্ড তারা দিতে পারবে না, অ্যাপেলের তরফে এই কথা জানিয়ে দেওয়ার পর হ্যারাকদের শরণাপন্ন হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নারদ তদন্ত শেষ করতে তোড়জোড়! সিবিআই-এর সাহায্যে এবার মার্কিন হ্যাকার

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অফিস থেকে নারদ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। তাতে দেখা যায় বেশ কিছু তৃণমূল নেতা-নেত্রী টাকা নিচ্ছেন। পরে সেই অভিযোগের তদন্ত করে সিবিআই এবং ইডি। অভিযুক্তদের ডেকে পাঠিয়ে এবং বাড়িতে গিয়েও তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তদন্তের স্বার্থেই ম্যাথু স্যামুয়েলের পেন ড্রাইভ ও আইফোন বাজেয়াপ্ত করে সিবিআই। এই ফোনে থাকা যাবতীয় সব কিছুর হদিশ পেলেও ২৮ মিনিটের একটি ভিডিও-র ফোল্ডার কোনও ভাবেই খোলা যাচ্ছে না। এর জন্য অ্যাপেলের শরণাপন্ন হয়েছিল সিবিআই। কিন্তু সিবিআই-কে জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনওভাবেই কোড কিংবা পাসোয়ার্ড দিতে বাধ্য নয়।

তদন্তে আগে থেকেই পেশাদার হ্যাকারদের নিয়োগের কথা আদালতকে জানিয়ে রেখেছিল সিবিআই। এবার বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলে তিন হ্যাকারকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আমেরিকার এই তিন হ্যাকার এর আগে ভারত সরকারের বিভিন্ন কাজে সাহায্য করেছে। এই তিন হ্যাকার ফোনের পাসোয়ার্ড ভাঙতে পারবে বলেই বিশ্বাস সিবিআই-এর।

লোকসভা নির্বাচনের আগেই নারদ তদন্ত শেষ করতে চায় সিবিআই। আর সেইজন্য অতি তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

English summary
CBI involves three American hackers to conclude Narad Investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X