For Quick Alerts
For Daily Alerts

তৎকালীন গোয়েন্দা প্রধানকে সারদা-কাণ্ডে ১০ ঘণ্টা জেরা, ফের তলব বৃহস্পতিবার
আবারও ডাকা হল অর্ণব ঘোষকে। বুধবার টানা ১০ ঘণ্টা সিবিআই জেরার পর বেরিয়ে তিনি জানান, ফের কাল আসবেন তিনি। সমস্তরকম সহয়োগিতা করবেন তদন্তে।
আবারও ডাকা হল অর্ণব ঘোষকে। বুধবার টানা ১০ ঘণ্টা সিবিআই জেরার পর বেরিয়ে তিনি জানান, ফের কাল আসবেন তিনি। সমস্তরকম সহয়োগিতা করবেন তদন্তে। সিবিআই সূত্রে খবর, এদিনের জেরায় সহযোগিতা না করায় আবারও তাকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ফের তলব করা হয়েছে তাঁকে।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ ধরানোর পর সারদা তদন্তে তলব করা হয়েছিল অর্ণব ঘোষকে। তলব করা হয়েছিল কলকাতার আরও এক পুলিশ অফিসার দিলীপ হাজরাকে। তিনি এদিন হাজিরা দেননি। তবে অর্ণব ঘোষ হাজিরা দেন। তাঁকে ১০ ঘণ্টা জেরা করা হয়।
লোকসভা ভোট মিটতেই সারদা মামলায় সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। সিবিআই সারদা মামলায় এডিজি সিআইডির অফিসে গিয়ে নোটিশ ধরানোয় সমস্যা বেড়েছে রাজীব কুমারের। আবার তৎকালীন বিধানগরের ডেপুটি পুলিশ কমিশনার অর্ণব ঘোষকে তলব করেছে। তলব করা হয়েছে পুলিশ অফিসার দিলীপ হাজরাকে।
Comments
English summary
CBI again calls Police Officer Arnav Ghosh after continuous questioning in Sardha case. On Wednesday He is appeared against CBI officials.
Story first published: Thursday, May 30, 2019, 0:14 [IST]