For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিটফান্ড মামলার তদন্ত! রাজীব ঘনিষ্ঠ এক পুলিশ অফিসারকে নোটিশ সিবিআই-এর

চিটফান্ড তদন্তে ফের এক পুলিশ আধিকারিককে নোটিশ দিল সিবিআই। মামলার তদন্ত গঠিত সিট-এর সদস্য ছিলেন তিনি। তৎকালীন সময়ে সিআইডির স্পেশাল সুপার পদে কর্মরত ছিলেন তিনি। এই অফিসারের নাম মির ওয়াকার রেজা।

  • |
Google Oneindia Bengali News

চিটফান্ড তদন্তে ফের এক পুলিশ আধিকারিককে নোটিশ দিল সিবিআই। মামলার তদন্ত গঠিত সিট-এর সদস্য ছিলেন তিনি। তৎকালীন সময়ে সিআইডির স্পেশাল সুপার পদে কর্মরত ছিলেন তিনি। এই অফিসারের নাম মির ওয়াকার রেজা। তিনি ডিসি পোর্ট পদে কর্মরত রয়েছেন। মির ওয়াকার রেজার কাছে নোটিশ দিয়ে সেই সময়কার কিছু নথি চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

চিটফান্ড মামলার তদন্ত! রাজীব ঘনিষ্ঠ এক পুলিশ অফিসারকে নোটিশ সিবিআই-এর

সিআইডির স্পেশাল সুপার থাকার সময়ে শুল্ক দফতরের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ছিলেন রাজীব কুমারও। সেই বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ওউ পুলিশ আধিকারিকের কাছ থেকে।

সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে মেল করে ওয়াকার রেজার কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে ওই নথি জমা দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে। যদিও ওয়াকার রেজা এই ধরনের কোনও চিঠি পাওয়ার খবর অস্বীকার করেছেন বলেই সূত্রের খবর।

[ ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি হাসপাতালে ফার্মাসিস্টের মৃত্যু ][ ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি হাসপাতালে ফার্মাসিস্টের মৃত্যু ]

সূত্রের আরও খবর, একটা সময়ে একই সঙ্গে সিট-এ কাজ করার সুবাদে রাজীব কুমার এবং ওয়াকার রেজার মধ্যে সম্পর্ক খুবই ভাল ছিল।

English summary
CBI gives notice to another police officer Waqar Reja on Chit Fund case. Sources said, he is also nearest to Rajeev Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X