For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নে ম্যাথু স্যামুয়েলের ভূমিকা! নারদ তদন্তে অসহযোগিতার অভিযোগ

নারদ তদন্তে এবার তথ্য গোপনের অভিযোগ নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে। সিবিআই-এর সদর দফতরে তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমারের পাঠানো চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নারদ তদন্তে এবার তথ্য গোপনের অভিযোগ নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে। সিবিআই-এর সদর দফতরে তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমারের পাঠানো চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই অবস্থায় লিগাল সেলের কাছে অ্যাডভাইস চেয়েছেন রঞ্জিত কুমার।

প্রশ্নে ম্যাথু স্যামুয়েলের ভূমিকা! নারদ তদন্তে অসহযোগিতার অভিযোগ

বুধবার কলকাতায় নারদ মামলায় তদন্তকারী অফিসার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। দ্রুত তদন্ত শেষ করার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। তদন্তে কোথায় কোথায় বাধা তৈরি হচ্ছে, তাও জানাতে বলেছিলেন।

সিবিআই সূত্রে খবর, শুক্রবার দিল্লিতে বিষয়টি নিয়ে চিঠি পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার। জানা গিয়েছে, তদন্তে বাধা তৈরির কথা জানিয়েছে সিবিআই-এর লিগাল সেলের কাছে উপদেশ চেয়েছেন তিনি। চিঠিতে ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে বেশ কিছু তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।

এদিকে, শুধু বিরোধী রাজনীতিকরাই নন নারদ তদন্তের অগ্রগতি নিয়ে বিরক্ত ম্যাথু স্যামুয়েল। ম্যাথু স্যামুয়েলের অভিযোগ, ইডি-সিবিআই-এর চূড়ান্ত পদক্ষেপ জানা না গেলও, সংসদের এথিক্স কমিটিও বিষয়টি নিয়ে কার্যকরী কোনও পদক্ষেপ নেয়নি।

২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। এর পর থেকে একাধিকবার কলকাতায় সিবিআই ও ইডির ডাকে হাজিরা দিলেও অভিযুক্তরা রয়েছেন বহাল তবিয়তেই।

অন্যদিকে, নারদ তদন্তে এবার আমেরিকার হ্যাকারদের শরণাপন্ন হল সিবিআই। ম্যাথু স্যামুয়েলের ফোনের কোড কিংবা পাসোয়ার্ড তারা দিতে পারবে না, অ্যাপেলের তরফে এই কথা জানিয়ে দেওয়ার পর হ্যারাকদের শরণাপন্ন হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

English summary
CBI alleged non-cooperation against Mathew Samuel in the Narad investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X