For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা নিয়ে সক্রিয় সিবিআই! ফের তলব তৎকালীন গোয়েন্দা প্রধানকে

সারদা মামলায় তলব করা হল তৎকালীন বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে। একইসঙ্গে তলব করা হয়েছে, দিলীপ হাজরা, শঙ্কর ভট্টাচার্য, প্রভাকর নাগ নামে তিন অফিসারকেও।

  • |
Google Oneindia Bengali News

সারদা মামলায় তলব করা হল তৎকালীন বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে। একইসঙ্গে তলব করা হয়েছে, দিলীপ হাজরা, শঙ্কর ভট্টাচার্য, প্রভাকর নাগ
নামে তিন অফিসারকেও। এঁরা সবাই সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়দের জিজ্ঞাসাবাদে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

সারদা নিয়ে সক্রিয় সিবিআই! তলব তৎকালীন গোয়েন্দা প্রধানকে

৩০ নভেন্বর তাঁদের এই চিঠি পাঠানো হয় বলে সূত্রের খবর। তাঁদেরকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু
জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই তালিকা সিবিআই মিলিয়ে দেখতে চায় বলে সূত্রের খবর। নিখোঁজ নথির সন্ধান পেতে চায় সিবিআই। বিষয়টি নিয়ে অর্ণব ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এঁর আগেও এঁদের তলব করা হলেও সিবিআই-এর সামনে হাজিরা দেননি। এবার হাজির না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এর আগে অগাস্টে চার আইপিএস রাজীব কুমার, বিনীত গোয়েল, তমাল বসু এবং অবসরপ্রাপ্ত পল্লবকান্তি ঘোষকে তলব করেছিল সিবিআই।

এর আগে প্রথম তদন্তকারী অফিসার দেব্রব্রত বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, কম্পিউটার হার্ডডিস্ক, পেনড্রাইভ, কিংবা মোবাইল কললিস্ট তিনি সঠিকভাবে সংগ্রহ করেছিলেন কিনা তা একবার যাচাই করে দেখতে চেয়েছিলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা।

সারদাকাণ্ড সামনে আসার পর রাজ্য সরকারের তরফে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল বিধাননগর কমিশনারেটকে। সেই সময় সেই তদন্তের প্রথম তদন্তকারী অফিসার ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের তরফে তদন্তে সাহায্য করতে পারে এমন কিছু জিনিস, যেমন পেন ড্রাইভ কিংবা ফোনের কললিস্ট সংক্রান্ত তথ্য তাদেরকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সিবিআই। সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

২০১৪ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি টিএস ঠাকুর সারদা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট সারদা মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে।

English summary
CBI again calls Four Police Officers in Saradha ChitFund Case to present before them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X