মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের কলকাতা নগর দায়রা আদালতে
নদীয়ার গয়েশপুরের কর্মীসভার সভামঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের মানহানিকর বক্তব্যের প্রেক্ষিতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের মানহানির মামলা দায়ের হল কলকাতা নগর দায়রা আদালতে।

আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে নগর দায়রা আদালতের দশম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে। মামলা দায়েরের পর মামলাকারী আইনজীবী সুরজিৎ রায় চৌধুরী ও অজিৎ কুমার মিশ্র জানান, গত ৭ ডিসেম্বর নদীয়ার গয়েশপুরের জনসমক্ষে দাঁড়িয়ে সাংবাদিক কুলকে 'দুই পয়সার সাংবাদিক' বলে অপমান করেছেন তিনি।
তাই তার মন্তব্য যথেষ্ট মানহানিকর অপমানজনক মনে করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু তিনি এই মানহানিকর ও অসম্মানজনক বক্তব্যের প্রেক্ষিতে কোন ক্ষমা চাননি। উপরন্তু আরও অপমান করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই তার বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছি।

মমতা শিবির থেকে জনতার প্রশ্নের উত্তর দিতে 'দুয়ারে' এবার ডেরেক থেকে দেব! ২০২১ -এ ঝাঁ চকচকে কর্মসূচি