For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশ খুনে প্রতিবাদ কলকাতাতেও

বেঙ্গালুরুতে নিজের বাড়িতে সাংবাদিক, লেখিকা তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় সারা দেশের সঙ্গে প্রতিবাদে মুখর কলকাতাও। প্রতিবাদ মিছিলের সঙ্গে প্রতিবাদ সভাতেও মুখর কলকাতা।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে নিজের বাড়িতে সাংবাদিক, লেখিকা তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় সারা দেশের সঙ্গে প্রতিবাদে মুখর কলকাতাও। প্রতিবাদ মিছিলের সঙ্গে প্রতিবাদ সভাতেও মুখর কলকাতা। সন্ধেয় প্রেসক্লাব থেকে মোমবাতি মিছিল

[আরও পড়ুন:গৌরী লঙ্কেশের মৃত্যুতে সিট গঠন রাজ্যের, রিপোর্ট তলব কেন্দ্রের][আরও পড়ুন:গৌরী লঙ্কেশের মৃত্যুতে সিট গঠন রাজ্যের, রিপোর্ট তলব কেন্দ্রের]

গৌরী লঙ্কেশ খুনে প্রতিবাদ কলকাতাতেও

সাংবাদিক, লেখিকা তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে পথে নামছে কলকাতা। বিকেল ৪ টেয় একাডেমির সামনে রানুচ্ছায়া মঞ্চে প্রতিবাদ সভার ডাক দিয়েছে এপিডিআর।

বিকেল সাড়ে ৫ টা নাগাদ মৌলালি মোড়ে গৌরী লঙ্কেশের নৃশংস খুনের প্রতিবাদ মিছিল করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। মৌলালি মোড় থেকে মিছিল যাবে এন্টালি মার্কেট পর্যন্ত।

[আরও পড়ুন:ভয়ডরহীন গৌরী লঙ্কেশকে কুর্নিশ বীর সাংভী থেকে শুরু করে পরিচিতদের][আরও পড়ুন:ভয়ডরহীন গৌরী লঙ্কেশকে কুর্নিশ বীর সাংভী থেকে শুরু করে পরিচিতদের]

সন্ধে ৬ টায় কলকাতার সব থেকে বড় প্রতিবাদ মিছিলটি হতে চলেছে প্রেসক্লাব থেকে। মোমবাতি মিছিলের মাধ্য়মে গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদ জানানো হবে।

ঘটনার কড়া নিন্দা করেছে কলকাতা প্রেসক্লাব। এক মহিলার ওপর বর্বোরচিত হামলার পর খুনের গটনার নিন্দা করা হয়েছে প্রেসক্লাবের তরফ থেকে। খুনের ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

[আরও পড়ুন:কালবুর্গি থেকে গৌরী, সকলেরই প্রাণ কাড়ল এই বিশেষ পিস্তল][আরও পড়ুন:কালবুর্গি থেকে গৌরী, সকলেরই প্রাণ কাড়ল এই বিশেষ পিস্তল]

এর আগেও দেশের বিভিন্ন অংশে হওয়া নৃশংস ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে কলকাতা। এবার গৌরী লঙ্কেশের নৃশংস খুনের ঘটনায় কলকাতার সরব হওয়ার ঘটনা কলকাতার প্রকৃত চরিত্রকেই বুঝিয়ে দিচ্ছে।

English summary
Candle light rally in kolkata to protest against killing of journalist and writer Gauri Lankesh. There are several protest rallies in Kolkata against this incident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X