আরজিকর হাসপাতাল থেকে সদ্যোজাতের দেহ লোপাটের মামলায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
আরজিকর হাসপাতালে চন্দননগরের সদ্যোজাতের দেহ লোপাটের মামলায় রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ জুলাই। সেদিনই রাজ্যকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

এদিন হাইকোর্টের মামালাকারীর আইনজীবী জানান, গত ১৩ জুন চন্দননগরের বাসিন্দা দেবযানী মণ্ডল ও বাবুন মণ্ডলের সদ্যোজাতকে আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। কিন্তু মৃতের পরিবারের অভিযোগ, তারপর থেকে আর শিশুর দেখা পায়নি পরিবার। যদিও লকডাউনের মধ্যে রোজ চন্দননগর থেকে হাসপাতালে এসে সন্তানের জন্য স্তন্যদুগ্ধ দিয়ে দিয়েছেন মৃত শিশুটির মা।
তবে বেশ কয়েকদিন ওই সদ্যোজাত শিশুকে আর দেখা করতে দেওয়া হয়নি তার মায়ের সঙ্গে। সন্তানের কথা জিজ্ঞাসা করলে জানানো হয়, চিকিৎসক বলতে পারবেন। ব্যাপারটি সন্দেহজনক মনে হলে বাচ্চাটির বাবা জোর করে হাসপাতালে ঢোকে। বাচ্চাদের বেডের কাছে গিলে জানানো হয় তার মৃত্যু হয়েছে।
আইনজীবীর দাবি, ২৬ জুন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় ভর্তির ২ দিন পরেই ১৫ জুন মৃত্যু হয়েছে শিশুটির। তাহলে এতো দিন জানানো হল না কেনো তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিশুটির পরিবার।

জনতা ক্ষমা করবে না! গরিবদের 'লাইফলাইন' রেলের বেসরকারিকরণ নিয়ে মোদীকে একহাত রাহুলের