For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইকোর্টে রাজীব কুমার! রক্ষাকবচ বহাল রেখে দেওয়া হল কঠিন শর্ত

সিবিআই-এর নির্দেশ নামা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমানে এডিজি সিআইজি রাজীব কুমার।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই-এর নির্দেশ নামা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমানে এডিজি সিআইজি রাজীব কুমার। নির্দেশে হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ জানিয়েছেন, কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না রাজীব কুমার। পাসপোর্ট জমা রাখতে হবে। রাজ্য সরকারের কোনও কাজেও দেশের বাইরে যেতে পারবেন না তিনি।

 হাইকোর্টে রাজীব কুমার! রক্ষাকবচ বহাল রেখে দেওয়া হল কঠিন শর্ত

সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না, এই রক্ষাকবচ বজায় রাখা হয়েছে হাইকোর্টের তরফে। এদিন এই রায় দিয়েছেন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের গ্রীষ্মকালীন ছুটির পরে ১২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তাঁর আইনজীবী সুদীপ্ত মৈত্র এদিন জোরালো সওয়াল করেন। সিবিআই-এর তরফে এদিন আইনজীবী ছিলেন ওয়াই জেড দস্তুর। তাঁর অভিযোগ দীর্ঘদিন এই মামলায় সহযোগিতা করেননি রাজীব কুমার।

সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে হবে। কোনও প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে চলবে না। সরকারি বাসভবনে প্রতিদিন সকালে এক সিবিআই অফিসার গিয়ে তাঁর কলকাতায় উপস্থিতি নিশ্চিত করবেন। এমনও শর্ত দেওয়া হয়েছে রাজীব কুমারকে।

সোমবার রাজীব কুমারের তরফে দিন কয়েক সময় চাওয়া হয়েছিল। সিবিআই সূত্রে খবর, সময় দিতে রাজি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে বৃহস্পতিবার হাইকোর্টে সিবিআই-এর নির্দেশিকার বিরুদ্ধে আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানিতে আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, রাজীব কুমারের বিরুদ্ধে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। তিনি অভিযুক্তও নন কিংবা সাক্ষীও নন।

সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির থাকতে বলে রাজীব কুমারকে নোটিশ দেওয়া হয়েছিল সিবিআই-এর তরফে। বর্তমান কর্মস্থল সিআইডির তরফে জানানো হয় ছুটিতে
থাকায় হাজিরা দিতে পারছেন না রাজীব কুমার। সূত্রের খবর অনুযায়ী, জানানো হয় বারাণসীতে ছয়দিনের ছুটিতে গিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে স্বরাষ্ট্রমন্ত্রকের অভিবাসন দফতর। সুপ্রিম কোর্টে রাজীব কুমারের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দেওয়ার পর এই লুক আউট নোটিস জারি করা হয়।

English summary
Calcutta High Court says IPS Rajeev Kumar has to be present before CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X