For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকের ছায়া আইনজীবী মহলে

হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

হূদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের সেপ্টেম্বরে বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টে কাজে যোগ দেন তিনি। শুক্রবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

বিচারপতি পথিক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকের ছায়া আইনজীবী মহলে

১৯৯৫ সাল থেকে হাইকোর্টের আইনজাবী হিসাবে কর্মজীবন শুরু করে সকলের প্রিয় দাদা হয়ে ছিলেন। লিখতেন আইনের উপর একাধিক ব্লগ। এদিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া দেখা গিয়েছে আইনজীবী মঙ্গলে। তাঁকে দেখতে তাঁর বাড়ি ও হাসপাতালে ভিড় জমিয়েছেন আইনজীবী ও বিচারপতিরা । হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব ও ইনকর্পোরেট ল সোসাইটি, আইনজীবীদের তিনটি সংগঠন একযোগে এদিন কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকর।
আইনজীবী হিসাবে কাজ করার সময় জরুরি পরিষেবা আইন ও আবগারি আইনের উপর একাধিক লেখা তিনি প্রকাশ করেছিলেন।

ক্যালকাটা বয়েজ স্কুল থেকে শিক্ষালাভের পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর হন। বিচারপতির পাশাপাশি তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সের অতিথি অধ্যাপক ছিলেন। করেন। মাত্র তিন বছরের কর্মজীবনে চাইল্ড কেয়ার লিভ মামলা থেকে শুরু করে কলকাতা প্রাক্তন কমিশনার রাজীব কুমারের মামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি। লকডাউনের সময়ে দক্ষতার সঙ্গে এজলাস সামলেছেন।

রাইটার্স বিল্ডিংয়ের মধ্যেই চলল গুলি, পুলিশকর্মীর মৃত্যুতে প্রবল উত্তেজনারাইটার্স বিল্ডিংয়ের মধ্যেই চলল গুলি, পুলিশকর্মীর মৃত্যুতে প্রবল উত্তেজনা

English summary
Calcutta High court's justice Prateek Banerjee passed away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X