For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিক পাসদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ হাইকোর্টে, এক ক্লিকে বিস্তারিত

উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ২০০টি পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করতে চলেছে কলকাতা হাইকোর্ট। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

  • |
Google Oneindia Bengali News

উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ২০০টি পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করতে চলেছে কলকাতা হাইকোর্ট। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। দুই ধাপে লিখিত পরীক্ষায় পর হবে ইন্টারভিউ। ইতিমধ্যেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হয়েছে। পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে ১৫ মার্চ। মেন পরীক্ষায় সময় পরে জানানো হবে।

উচ্চমাধ্যমিক পাসদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ হাইকোর্ট

একনজরে হাইকোর্টে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি

  • শূন্যপদ : ২০০টি
  • পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক
  • যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাস
  • বয়স : ১৮ থেকে ৪০
  • প্রিলিমিনারি পরীক্ষার তারিখ : ২৪ ফেব্রুয়ারি
  • প্রিলিমিনারি পরীক্ষার সময় : দুপুর ১২ টা থেকে ১:৩০ টা পর্যন্ত
  • প্রিলিমিনারির জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। (অনলাইন ডাউনলোড করতে হবে)
  • প্রিলিমিনারি পরীক্ষার ফল : ১০ মার্চ
  • প্রশ্ন : অবজেকটিভ টাইপ
  • পূর্ণমান : ১০০ নম্বর
  • পরীক্ষার সময় : ৯০ মিনিট
  • সিলেবাস : পাটি গণিত, জেনারেল স্টাডিস ও কম্পিউটার, ইংরেজি এবং জেনারেল ইন্টেলিজেন্স।
  • প্রশ্নপত্র হবে শুধুমাত্র ইংরেজি ভাষায়
  • নেগেটিভ মার্কিং থাকবে, প্রতি ভুলে এক নম্বর কাটা হবে
  • প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে ডাক পড়বে মেন পরীক্ষায়
  • মেন পরীক্ষা হবে ৩০০ নম্বরের
  • পরীক্ষায় সময় তিন ঘন্টা
  • তিনটি বিষয়ের উপর হবে লিখিত পরীক্ষা
  • সিলেবাস : পাটিগণিত, ইংরেজি (রচনা ও প্রেসি) ও জেনারেল স্টাডিস
  • প্রতি পেপার ১০০ নম্বর করে ।
  • প্রতি বিষয়ে ৪০ শতাংশ করে এবং মোট ৫০ শতাংশ পেলে মেন পরীক্ষা পাস
  • লিখিত পরীক্ষায় পাস করলে ডাকা হবে ইন্টারভিউয়ে
  • ইন্টারভিউ হবে একশ নম্বরের।
  • অনলাইন ফর্মফিলাপ শুরু হয়েছে ২০ ডিসেম্বর ২০১৮ থেকে
  • অনলাইন ফর্মফিলাপের শেষ তারিখ ১৯ জানুয়ারি ২০১৯
  • জেনারেল ও ওবিসিদের ফর্মপূরণের জন্য লাগবে ৫০০টাকা
  • এস.সি ও এস.টি দের জন্য লাগবে ২০০ টাকা।
English summary
Calcutta High Court recruits for 200 lower Division Assistant Vacancy. High court of Calcutta has released its notification for recruitment of 200 lower Division Assistant Vacancy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X