For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যান্সারে আক্রান্ত সোমা দাসকে নিয়োগ করা যায়? ভেবে দেখার নির্দেশ হাইকোর্টের

ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত আন্দোলনকারী সোমা দাসের জন্য 'মানবিক' নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর জন্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা যায় কিনা সে বিষয়টি স্কুলশিক্ষা দফতরের সচিবকে ভেবে দেখার নির্দেশ বিচারপতি গ

  • |
Google Oneindia Bengali News

ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত আন্দোলনকারী সোমা দাসের জন্য 'মানবিক' নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর জন্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা যায় কিনা সে বিষয়টি স্কুলশিক্ষা দফতরের সচিবকে ভেবে দেখার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে কথা বলার কথাও জানিয়েছেন তিনি।

চাকরিপ্রার্থী সোমা দাসকে নিয়োগ করা যায়

আর তা আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার অনুরোধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

শুধু তাই নয়, আজ সোমবার বিচারপতির এজলাসে এই বিষয়ে শুনানি হয়। যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেন বিচারপতি। বলেন, চিকিৎসার জন্য সোমা দাসের ১৫ লাখ টাকার প্রয়োজন। চাকরি না পেলে কিভাবে চিকিৎসা হবে?
সাত দিনের মধ্যে সোমা দাসের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধও করেছেন বিচারপতি। শুধু তাই নয়, এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরকে সোমা দাসের সমস্ত চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখার কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।

অন্যদিকে মেধা তালিকায় নাম থাকা স্বত্বেও চাকরি পাননি। এমনকি অনেকে রয়েছেন যারা তালিকার নীচে থেকেও চাকরি পেয়ে গিয়েছেন। এই বিষয়ে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের।

স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং স্কুলশিক্ষা দফতরের সচিবের কাছে এই বিষয়ে হলফনামা তলব করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। আর এরপরেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দেওয়ার কথাও বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বলে রাখা প্রয়োজন, ময়দানে গান্ধীমূর্তির পাদদেশে গত কয়েকমাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। আর সেই মঞ্চে মাঝে মধ্যেই দেখা যায় সোমা দাস। যিনি কিনা ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত। আর সেই অসুস্থ শরীর নিয়েই লড়াই চালাচ্ছেন সোমা।

এমনকি চাকরি না থাকার ফলে টাকার অভাবে ঠিক ভাবে ক্যান্সার চিকিৎসাও করাতে পারছেন না সোমা। আর এই খবর সংবাদমাধ্যমে সামনে আসার পরেই স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁকে আদালতে ডেকেও পাঠান বিচারপতি।

শুধু তাই নয়, তাঁকে চাকরি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু তা নিতে রাজি হননি সোমা। তিনি যোগ্য বিবেচিত হলে শিক্ষকের চাকরিই পেতে চান বলে আদালতে জানান। সুবিধা নয়, অন্যান্য সঙ্গীদের সঙ্গে থেকেই লড়াই করে তাঁর যোগ্য প্রাপ্য পেতে চান বলেও আদালতে জানান ওই চাকরিপ্রার্থী। যা যথেষ্ট নজর কাড়ে সবার।

English summary
Calcutta High Court order education department think about cancer patient Soma Das
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X