For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ তথ্যতলব হাইকোর্টের, জেনে নিন বিস্তারিত

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত এক মামলায় গুরুত্বপূর্ণ তথ্যতলব করল কলকাতা হাইকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত এক মামলায় গুরুত্বপূর্ণ তথ্যতলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার বিস্তর ফারাক। তা নিয়ে আলোচনা, সমালোচনা, আন্দোলন, মামলা সবই হয়েছে। সেরকমই এক মামলায় আদালত জানতে চেয়েছে রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বাকী।

সেই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে হিসাব চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী তিন সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য হলফনামা আকারে রাজ্যকে আদালতে জমা করতে হবে।

ডিএ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ তথ্য তথ্যতলব হাইকোর্টের

এদিন আদালত জানতে চায়, ২০০৮ সাল থেকে কীভাবে ডিএ দেওয়া হচ্ছে এবং কত শতাংশ ডিএ দেওয়া বাকী রয়েছে। আগামী অগাস্টের ১০ তারিখ ফের এই মামলার শুনানি রয়েছে।

প্রসঙ্গত ২০০৮ সালে রাজ্যে পঞ্চম পে কমিশন চালু হয়। সেইসময়ে কিছুটা ডিএ বকেয়া মেটানো হয়। এরপরে যত দিন গিয়েছে, রাজ্য সরকার মহার্ঘ ভাতার পরিমাণ কমিয়ে দিয়েছে। ফলে এই মুহূর্তে তা বাড়তে বাড়তে ৫৪ শতাংশ বকেয়ায় গিয়ে দাঁড়িয়েছে।

সেই সংক্রান্ত দাবি নিয়েই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা হলে তা খারিজ হয়। এরপরই আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই রাজ্যকে ডিএ নিয়ে তথ্যতলব করেছে হাইকোর্ট।

English summary
Calcutta High Court ask report on state govt empolyee DA issue to Mamata Govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X