For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আরও এক ধাক্কা মমতার সরকারকে, বকেয়া DA দিতে হবে ৩ মাসের মধ্যে

মহার্ঘভাতা (DA) সরকারি কর্মীদের আইনত অধিকার। স্যাটের নির্দেশ কার্যকর করতে হবে তিন মাসের মধ্যে। ডিএ মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কেন

Google Oneindia Bengali News

মহার্ঘভাতা (DA) সরকারি কর্মীদের আইনত অধিকার। স্যাটের নির্দেশ কার্যকর করতে হবে তিন মাসের মধ্যে। ডিএ মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারেই ডিএ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের (high court) ডিভিশন বেঞ্চ।

 অনুসরণ করতে হবে CPI

অনুসরণ করতে হবে CPI

আদালতের তরফে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ডিএ দিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসরণ করতে হবে। পাশাপাশি বলা হয়েছে, সরকারি কর্মীদের ভাল-মন্দের দিকটি সরকারকেই দেখতে হবে।

স্যাটের রায় কার্যকর করতে হবে ৩ মাসের মধ্যে

স্যাটের রায় কার্যকর করতে হবে ৩ মাসের মধ্যে

এদিন আদালত নির্দেশ দিয়েছে স্যাটের রায় যেমন কার্যকর করতে হবে ৩ মাসের মধ্যে, সেইভাবে বয়েকা ডিএ জিতে হবে তিন মাসের মধ্যে। ডিএ দেওয়ার তহবিল সরকারের হাতে নেই, সরকারের এই যুক্তিও খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সরকারি কর্মীরা এই রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন।

২০১৬ সালের মামলায় জয়

২০১৬ সালের মামলায় জয়

রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে ডিএ নিয়ে ২০১৬ সালে মামলা জায়ের করা হয়। তারপর মামলা কোনও সময় দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে আবার কোনও সময় তা গিয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারি কর্মীদের হিসেব অনুযায়ী পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশন মিলিয়ে তাদের ৬৮ শতাংশ ডিএ বকেয়া রয়েছে।

২০১৮-তেই স্যাট ডিএ দিতে নির্দেশ দিয়েছিল

২০১৮-তেই স্যাট ডিএ দিতে নির্দেশ দিয়েছিল

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা দিতে নির্দেশ দিয়েছিল। পরে রাজ্য সরকার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে গেলে সেখানেও মূল্যবৃদ্ধির নিরিখে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার তা এখনও দেয়নি।
রাজ্য সরকারের দাবি ছিল ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিধানসভার। যদিও আদালত আগের মতো এদিনও বলেছে মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘভাতচা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে রাজ্য সরকারি কর্মীদের।

কেন্দ্রীয় কর্মীদের সমতুল মহার্ঘভাতা পাওয়ার আশা

কেন্দ্রীয় কর্মীদের সমতুল মহার্ঘভাতা পাওয়ার আশা

২০১০ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মী, শিক্ষকরা বছরে দুবার মহার্ঘভাতা পেয়ে এসেছেন। কিন্তু রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকেই তা অনিয়মিত হতে শুরু করে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফে ডিএ দিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসরণ করতে নির্দেশ দেওয়ায় রাজ্য সরকারি কর্মীদের আশা, তাঁরা আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই ডিএ পারেন।

লালু যাদব ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা! দেশ জুড়ে বহু জায়গায় তল্লাশি সিবিআই-এরলালু যাদব ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা! দেশ জুড়ে বহু জায়গায় তল্লাশি সিবিআই-এর

Recommended Video

নতুন পে কমিশন করতে গেলে আর্থিক জোর থাকতে হবে সেই জোর এই সরকারের নেই :শুভেন্দু অধিকারী

English summary
Another blow to the West Bengal govt as the division bench of Calcutta High Court dismisses the State appeal and orders state to release the DA of the government employees at the rate of the Central Government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X