For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালত অবমাননার দায়ে জেল থেকে বাঁচতে ৫০টি গাছ লাগানোর নির্দেশ হাইকোর্টের

জেল থেকে বাঁচতে আদালত অবমাননার দায়ে এক ব্যক্তিকে জেল ৫০ টি গাছ লাগাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

জেল থেকে বাঁচতে আদালত অবমাননার দায়ে এক ব্যক্তিকে জেল ৫০ টি গাছ লাগাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ও নিম্ন আদালতের একাধিক বিচারপতি ও বিচারকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর, কটু মন্তব্য করেছিলেন বহরমপুরের এক ব্যক্তি।

আদালত অবমাননার দায়ে জেল থেকে বাঁচতে ৫০টি গাছ লাগানোর নির্দেশ হাইকোর্টের

শুক্রবার আদালত অবমাননার মামলায় ওই ব্যক্তিকে বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিকভাবে একমাস জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। একাধিক বিচারপতির বিরুদ্ধে ওই ব্যক্তির অভিযোগ যা ছিল তিনি তাঁর অভিযোগের কোনও তথ্য বা প্রমাণ পেশ করতে পারেননি। তদন্তে কোনও কিছু মেলেনি। মামলায় অভিযোগ এনে বিচারপতিদের ব্যক্তিগতভাবে যুক্ত করলেও মামলার নথি দেননি। তাই এমন ভুয়ো অভিযোগের জন্যে তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু আদালতের নির্দেশের পর ওই ব্যক্তি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে এক মাসের পরিবর্তে পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। তবে বিচারপতির আরও নির্দেশ, ৫০টি গাছ রোপন করতে হবে ওই ব্যক্তিকে।

উল্লেখ্য, কয়েক বছর আগে এক বিদেশি গায়িকার সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে কাজ শুরু করেন ওই ব্যক্তি। কিন্তু ওই গায়িকা চুক্তির খেলাপি করায় তিনি বহরমপুর জেলা আদালতে মামলা দায়ের করেন। কিন্তু তার অভিযোগ, নিম্ন আদালত ওই গায়িকার বিরুদ্ধে সমন জারি করলেও তা কার্যকর হয়নি। নিম্ন আদালতের বিচারকদের কয়েকজন নাকি ওই গায়িকার সঙ্গে যুক্ত হয়ে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।

ওই ব্যক্তি মন্তব্য করেন, এতবার বলাপ পরেও বিচারকেরা কোনও কর্ণপাত করেনি। কুকুরের লেজ কখনও সোজা হয় না বলেও ওই ব্যক্তি মামলায় উল্লেখ করেন। এরপরই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে পরে সাজা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।

English summary
Calcutta HC directs a man to plant saplings to avoid jail term
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X